Friday, November 7, 2025

হস্টেলে পঞ্চম শ্রেণির ছাত্রের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য! তড়িঘড়ি বন্ধ হল স্কুল

Date:

Share post:

স্কুলের হস্টেলের মধ্যে পঞ্চম শ্রেণির এক ছাত্রের দেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়াল ওড়িশার (Odissa) রায়গড়া জেলার গুনুপুরে। পুলিশ সূত্রে খবর, বছর এগারোর ছাত্র জুডাস শবরের অস্বাভাবিক মৃত্যতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে আচমকা কীভাবে ওই ছাত্রের মৃত্যু হল তার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)। অন্যদিকে, মৃত ছাত্রের পরিবারের অভিযোগ, তাদের ছেলেকে খুন করা হয়েছে। পুলিশি তদন্তে উঠে এসেছে শুক্রবার বিকেলে হস্টেলের ঘরে একাই ছিল পঞ্চম শ্রেণির ওই ছাত্র। স্কুলের এক অশিক্ষক কর্মী ঘরে টহল দিতে গিয়ে শিশুটির দেহ দেখতে পান। ঘটনার পর থেকে স্কুল কর্তৃপক্ষ তিন দিনের জন্য ছুটি ঘোষণা করেছেন। পুলিশ জানিয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়ানতন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। ইতিমধ্যে স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পরে পুলিশকে ওই কর্মী জানান, ঘরের দরজা ভেজানো ছিল। ঘরে ঢুকে তিনি দেখেন, সিলিং ফ্যান থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় ওই শিশুটি ঝুলছে। তিনি সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশও। অন্যদিকে, মৃত শিশুর বাবার অভিযোগ, ওই টুকু ছেলে সিলিং ফ্যান থেকে দড়ি ঝুলিয়ে গলায় ফাঁস নিতে পারে না। এটা অস্বাভাবিক। ওকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমি চাই, পুলিশ সঠিক তদন্ত করে অভিযুক্তদের খুঁজে বের করুক।

এদিকে স্কুলের প্রধানশিক্ষিকা সঙ্গীতা ওমকার পুলিশকে জানিয়েছেন, যে শিক্ষক হস্টেলের তদারকির দায়িত্বে থাকেন, বৃহস্পতিবার থেকে ছুটিতে ছিলেন।

spot_img

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...