Saturday, December 20, 2025

পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জিতে অভিমানী বিরাট, দিলেন সমালোচনার জবাব

Date:

Share post:

গতকাল পাঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত জয় পায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সৌজন্যে আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ৭৭ রান করেন তিনি। একটা সময় যখন একের পর এক উইকেট পরতে থাকে, তখন ব্যাট হেতে দলকে ভরসা দেন তিনি। আর সেই সুবাদে ম্যাচের সেরাও হন তিনি। আর ম্যাচের সেরা পুরস্কার নিতে এসে অভিমানী বিরাট। দিলেন সমালোচনার জবাব। বললেন , বিশ্বের অন্য প্রান্তে ক্রিকেটের প্রচারের জন্য আমার নাম ব্যবহার হয়।

ম্যাচ শেষে বিরাট বলেন, “ আমি জানি এখন আমার নাম বিশ্বের অন্য প্রান্তে ক্রিকেটের প্রচারের জন্য ব্যবহার হয়। তবে এখনও মনে হয় টি-২০ ক্রিকেটে কিছু দেওয়ার বাকি আছে আমার।”

এদিকে ইংল্যান্ড সিরিজ না খেলা এবং ছেলের জীবনে আসা নিয়ে মুখ খুললেন বিরাট। এই নিয়ে বিরাট বলেন, “এমন একটা জায়গায় চলে যেতে চেয়েছিলাম, যেখানে কেউ আমাদের চিনতে পারবে না। দুটো মাস শুধু নিজের মতো থাকতে চেয়েছিলাম। একেবারে স্বাভাবিক জীবন যাপন করতে চেয়েছিলাম। এই অভিজ্ঞতাটা অসাধারণ। আমি এখন দুই সন্তানের বাবা। পরিবারগত ভাবে আমার জীবনটাই বদলে গিয়েছে। একসঙ্গে আমরা অনেকটা সময় কাটিয়েছি। মেয়ের সঙ্গে সময় কাটাতে পেরেছি। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে, পরিবারের সঙ্গে এতটা সময় কাটানোর সুযোগ পেয়েছি। আমি তো দলের ক্রিকেটারদের বলছিলাম, গত দু’মাসে এত চিৎকার শুনিনি। আমার যে আরেকটা দিক আছে, সেটা গত দু’মাসে বুঝতে পেরেছি। এই উপলব্ধিটা অসাধারণ।”

আরও পড়ুন- পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন বিরাট


spot_img

Related articles

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...

কবে থেকে ভোটারদের শুনানি: শুক্রেও নিরুত্তর কমিশন!

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে ১৬ ডিসেম্বর। অন্যান্য রাজ্যের মতো অতিরিক্ত সময় চায়নি বাংলার নির্বাচন কমিশন (Election Commission)।...