Friday, August 22, 2025

মোদির ফোনে কি আদৌ ড্যামেজ কন্ট্রোল হবে?সন্দেশখালির রেখায় অশনি সঙ্কেত দেখছে বিজেপি

Date:

Share post:

আসন্ন লোকসভা ভোটে সন্দেশখালি ইস্যুকে জাতীয় পর্যায়ে পৌঁছে দিয়ে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। তারই কৌশল হিসাবে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী প্রার্থী করা হয়েছে সন্দেশখালির ‘প্রতিবাদী মুখ’ রেখা পাত্রকে। মহিলা ভোট টানার কৌশল হিসেবে প্রার্থী করা হয়েছে রেখাকে। কিন্তু সেই উদ্দেশ্যে কি আদৌ সফল হতে পারবে পদ্ম শিবির? সংশয় খোদ বিজেপির অন্দরে। বরং আনকোড়া রেখাকে প্রার্থী করায় অশনি সঙ্কেত দেখছে বিজেপি কর্মী সমর্থকরা।

গত, রবিবার দ্বিতীয় পর্যায়ে বাংলার প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। তখনই দেখা যায় বসিরহাট কেন্দ্রে কিছু চমক দিয়ে সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখাকে প্রার্থী করেছে বিজেপি। যা নিয়ে সোমবার বিক্ষোভ হয়েছে সন্দেশখালিতে। তড়িঘড়ি বিজেপি নেতারা ময়দানে নেমে তা চাপা দেওয়ার চেষ্টা করেন। প্রধানন্ত্রী মোদিকে দিয়ে ফোন করানো হয় রেখাকে। ড্যামেজ কন্ট্রোলের কৌশল হিসেবে তাঁদের কথোপকথন ভাইরাল করা হয়। যাতে সবাই মনে করেন, রেখা আসলে মোদির প্রার্থী। কিন্তু তাতে আদৌ লাভ হবে?

রেখা পাত্রকে লড়াই করতে হবে লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভাজুড়ে। আর সেখানেই সংশয় বিজেপির অন্দরে। বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোটারের সংখ্যা প্রায় ১৭ লক্ষ। এর মধ্যে সংখ্যালঘু ভোটার ৫২ শতাংশ। তাছাড়া মহিলা ভোটারের সংখ্যাও যথেষ্ট। স্বাভাবিকভাবে একেবারেই ‘আনকোরা’ প্রার্থী দিয়ে কতটা বৈতরণী পার হওয়া যাবে, তা নিয়েও সিঁদুরে মেঘ দেখছে বিজেপির একটি বড় অংশ। এক্ষেত্রে গোষ্ঠীদ্বন্দ্ব ফ্যাক্টর হতে পারে বলে মনে করছেন অনেকেই। এদিকে সন্দেশখালিতে দেওয়াল লিখন করল তৃণমূল কংগ্রেস। এলাকার প্রতিবাদী মহিলারাই তৃণমূল প্রার্থী হাজি নুরুলের সমর্থনে দেওয়াল লিখন করেছেন। সব মিলিয়ে বসিরহাটে প্রার্থী নিয়ে চাপে বিজেপি।

 

 

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...