আর মাত্র দুমাস পর জুনে হতে চলেছে ইউরো কাপ। ২৪টি দেশের মধ্যে ২১টি দেশ আগেই যোগ্যতা অর্জন করে ফেলেছিল। বাকি তিনটি দেশও যোগ্যতা অর্জন করল। মঙ্গলবার প্লে-অফের ম্যাচ জিতে ইউরো কাপের টিকিট নিশ্চিত করেছে ইউক্রেন, পোল্যান্ড এবং জর্জিয়া। ইউক্রেন শেষ মুহূর্তের গোলে জিতলেও পোল্যান্ড এবং জর্জিয়াকে জিততে হয়েছে পেনাল্টি শুট-আউটে।

এর মধ্যে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন অনেক দিনই নিজেদের দেশে খেলতে পারে না। দু’বছর আগে অল্পের জন্য কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি। মঙ্গলবারও আইসল্যান্ডের বিরুদ্ধে ৩০ মিনিটে পিছিয়ে পড়েছিল অ্যালবার্ট গুডমুন্ডসনের গোলে। কিন্তু ৫৪ মিনিটে সমতা ফেরান ভিক্টর সিগানকভ। ৮৫ মিনিটে জয়সূচক গোল চেলসির হয়ে খেলা মিখাইলো মুদ্রিকের। ইউক্রেন খেলবে রোমানিয়া, স্লোভাকিয়া এবং বেলজিয়ামের বিরুদ্ধে। ২০০৪-এর ইউরো চ্যাম্পিয়ন গ্রিস এ বারও যোগ্যতা অর্জন করতে পারল না। পেনাল্টিতে ৪-২ গোলে জিতেছে জর্জিয়া। তাদের গোলকিপার জিয়োর্জি মামার্দাশভিলি প্রথমে গ্রিসের অধিনায়ক তাসোস বাকাসেতাসের শট বাঁচান। এর পর জিয়োর্জিয়োস জিয়াকৌমাকিসের শট বাইরে যায়। জর্জিয়া খেলবে তুরস্ক, চেক প্রজাতন্ত্র এবং পর্তুগালের বিরুদ্ধে।

রবার্ট লেয়নডস্কির দেশ পোল্যান্ড গ্যারেথ বেলের দেশ ওয়েলসকে পেনাল্টিতে হারিয়েছে ৫-৪ গোলে। দেশের হয়ে লেয়নডস্কির অভিষেকের পরে প্রতিটি ইউরো খেলেছে পোল্যান্ড। এ বার লেয়নডস্কি চতুর্থ ইউরো খেলতে নামবেন।
