Tuesday, January 13, 2026

ছিঃ, মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়! ধিক্কার তৃণমূলের

Date:

Share post:

ধীরে ধীরে খোলস খুলছে। স্বেচ্ছাবসর নেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার শালীনতার সীমা ছাড়ালেন। বিজেপিতে যোগ দেওয়ার পর চরম অধঃপতন! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করলেন তমলুকের বিজেপি প্রার্থী! ছিঃ, ভারতীয় গণতন্ত্রের কালো দিন বলছে তৃণমূল!

তৃণমূলের বক্তব্য, “মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা! এটাও কি সম্ভব? আমরা স্তম্ভিত! ভারতীয় গণতন্ত্রে এ এক কালো দিন! যে ব্যক্তি কিছুদিন আগেও বিচারপতির আসনে আসীন ছিলেন, বিজেপিতে যোগ দিয়েই যিনি লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছেন, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর মৃত্যুর ভবিষ্যদ্বাণী করলেন!”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃষ্টি আকর্ষণ করে তৃণমূল বলছে, “একটু ভেবে দেখুন, আপনার পরিবারে কাদের সামিল করছেন আপনি?” অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যের অংশ তুলে ধরে নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের দাবি, যে ব্যক্তি মুখ্যমন্ত্রীকে মৃত্যুর হুঁশিয়ারি দিয়েছেন, অবিলম্বে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হোক!

রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এমন মন্তব্যের জন্য তীব্র ধিক্কার জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। শশী পাঁজা বলেন,
“আবারও কুরুচিকর মন্তব্য। বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দিলীপ ঘোষ প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে। ভাবুন তো, এই মানুষগুলি নাকি রাজনীতি করবে! এদেরকে আয়না দেখাবেন বাংলার মানুষ।”

প্রাক্তন বিচারপতিকে উদ্দেশ্য করে শশী বলেন, “অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনাকে বলে দিই, আপনি তো বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন। আপনার কথার মধ্যে তো যুক্তি থাকা উচিত। কিন্তু আপনি আজকে কারও মৃত্যু কামনা করছেন। কত নিচে আপনি নেমেছেন সেটা সহজেই অনুমেয় যখন আপনি বিজেপিতে যোগ দিয়েছেন। এটাই বিজেপির চরিত্র। তারা কাউকে ভালো করতে পারে না। কারও ভালো কামনাও করতে পারে না। হারার ভয় এতটাই পেয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে রেখেছেন বাংলার মানুষ, দেশের মানুষ। ঈশ্বর – আল্লাহ তাঁকে বাঁচিয়ে রেখেছে, আপনি কী মারবেন? মানুষ আপনাকে রাজনৈতিক ভাবে মারবে!”

 

 

spot_img

Related articles

ফোর্ট উইলিয়ামে এক কমান্ড্যান্ট SIR-এর কাজ করছেন! বিস্ফোরক অভিযোগ মমতার

"আমার কাছে খবর আছে ফোর্ট উইলিয়ামে (Fort William) বসে একজন কমান্ড্যান্ট SIR-এর কাজ করছেন। বিজেপির (BJP) কাজ করছেন।"...

বাঁকুড়ায় গাড়িতে পাচার নির্বাচনের ফর্ম! তথ্য চুরিতে সরব মুখ্যমন্ত্রী

বিজেপির নেতারা যা বলছেন, দেখা যাচ্ছে দুদিন পরে নির্বাচন কমিশন সেই পদক্ষেপ নিচ্ছে। আবার নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ...

১২০ জনের কোয়ারেন্টাইন! নিপা ভাইরাস রুখতে তৎপর রাজ্য

সোমবারই বারাসাতে ধরা পড়েছে ২ নিপা ভাইরাস আক্রান্ত (Nipah Virus)। সেইদিন থেকেই কন্ট্যাক্ট ট্রেসিং শুরু করেছিল স্বাস্থ্য দফতর।...

নাম বাদ? BLO-ERO-DM-কে অভিযোগ করুন: জানালেন মুখ্যমন্ত্রী, নথি জমার রসিদ নেওয়ার পরামর্শ

অন্যায়ভাবে নাম বাদ! SIR প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...