Thursday, November 6, 2025

ফের বাড়ল ইডি হেফাজতের মেয়াদ! আদালতে মোদি সরকারের ‘মুখোশ’ খুললেন কেজরিওয়াল

Date:

Share post:

ফের ইডি হেফাজতের মেয়াদ বাড়ল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Aravind Kejriwal)। বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে (Rouse Avenue Court) হাজির করানো হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে। এদিন আদালতে যাওয়ার পথে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে দিল্লির মুখ্যমন্ত্রী জানান, তাঁর গ্রেফতারি ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ ছাড়া কিছুই নয়। বৃহস্পতিবার তাঁর ইডি হেফাজতের মেয়াদ আরও চার দিনের জন্য বাড়ানোর ঘোষণা আদালতের।

এর আগে কেজরিওয়ালকে ছ’দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিল দিল্লির আদালত। বৃহস্পতিবার তার মেয়াদ শেষ হয়েছে। সেকারণেই এদিন ফের তাঁকে আদালতে হাজির করানো হয়। এদিন দিল্লির মুখ্যমন্ত্রী আক্রমনাত্বমক মেজাজে সাফ জানান, এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। মানুষ ঠিক এর জবাব দেবে। এদিন আদালতে দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সুনীতা। ছিলেন কেজরির মন্ত্রীসভার অতিশী, গোপাল রাই, সৌরভ ভরদ্বাজের মতো আম আদমি পার্টির নেতারাও। পাশাপাশি এদিন আদালতে নিজের সপক্ষে বলতে গিয়ে কেজরি বলেন, আমি ইডির রিম্যান্ডের আবেদনের বিরোধিতা করছি না। ওরা যত দিন চায় আমাকে হেফাজতে রাখতে পারে। কিন্তু এটা একটা দুর্নীতি। এতে ইডির দু’টি উদ্দেশ্য। প্রথমত, আপকে ভেঙে দেওয়া। দ্বিতীয়ত, আড়ালে তোলাবাজির চক্র চালানো।

এখানেই শেষ নয়। কেজরি আরও বলেন, ইডি বলছে, আবগারি দুর্নীতিতে ১০০ কোটি টাকা নয়ছয় হয়েছে। তা হলে সেই টাকা কোথায় গেল? আসল দুর্নীতিটা শুরু হয়েছে ইডির তদন্ত শুরু হওয়ার পর। আমাকে গ্রেফতার করা হয়েছে। কোনও আদালতে আমাকে অপরাধী প্রমাণ করা যায়নি। সিবিআই ৩১ হাজার এবং ইডি ২৫ হাজার পৃষ্ঠার চার্জশিট দিয়েছে। সেগুলো পড়েও আমাকে গ্রেফতার করার কোনও কারণ খুঁজে পাওয়া যাবে না।

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...