গতকাল বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সেই ম্যাচে সবার নজর ছিলো কেকেআর মেন্টর গৌতম গম্ভীর এবং আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির দিকে। কারণ গতমরশুমে এই দুই ক্রিকেটারের বিবাদ ছিলেন শিরোনামে। তাই গতকাল এই দুই ক্রিকেটারের দিকে নজর ছিলো ক্রিকেটপ্রেমীদের। কিন্তু গতকাল সবাইকে চমকে দিয়ে একে অপরকে জড়িয়ে ধরেন বিরাট-গম্ভীর। আর এই মুহুর্তকে হাতিয়ার করেই সচেতনতার পাঠ দিল কলকাতা এবং দিল্লি পুলিশ।

এই ঘটনার পর কলকাতা পুলিশের তরফে একটি ছবি পোস্ট করা হয়। যেখানে কোহলি ও গম্ভীরের জড়িয়ে ধরার মুহূর্তটির ছবি শেয়ার করা হয়েছে। যেখানে লেখা হয়েছে, “সমস্যা বিরাট হোক বা গম্ভীর, সমাধানে ১০০ ডায়াল করুন। আপদে-বিপদে আপনার সাথে।” দিল্লি পুলিশও প্রায় একই বার্তা দিয়েছে।দিল্লি পুলিশের তরফে লেখা হয়েছে, “ঝগড়া হলে ১১২ ডায়াল করে শান্ত করুন। কোনও ঝগড়াই বিরাট অথবা গম্ভীর হয় না।” এই দুটি পোস্ট হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মন কেড়েছে নেটিজেনদের।

#RCBvsKKR #ViratKohli𓃵 #GautamGambhir #Dial100 pic.twitter.com/kbwEdemjGo
— Kolkata Police (@KolkataPolice) March 29, 2024
বিরাট-গম্ভীরের ঝামেলা বেশ পুরোনো। ২০১৩ সালে গম্ভীর কেকেআরের অধিনায়ক থাকাকালীন প্রথম দুজনের গন্ডগোল শুরু হয়। দুজনেই তেড়ে যান একে-অপরের দিকে। গত মরশুমেও ম্যাচের শেষে প্রবল ঝামেলায় জড়িয়ে ছিলেন তাঁরা। একবার নয়, দুবার। চিন্নাস্বামীতে বেঙ্গালুরুকে হারানোর পর দর্শকদের চুপ করার ইঙ্গিত করেন গম্ভীর। ফিরতি ম্যাচে লখনৌকে হারিয়ে একই ইঙ্গিত করেন কোহলি। তারপর আফগান পেসার নবীন-উল-হকের সঙ্গে ঝামেলায় জড়ান তিনি। গম্ভীরও ডাগ আউট ছেড়ে মাঠে নেমে উত্তপ্ত কথাবার্তায় জড়িয়ে পড়েন। তবে গতকাল একে অপরকে আলিঙ্গন করে সব বিতর্ক চাপা দিয়ে দেন দু’জনে।

Kisi bhi problem mein madad ke liye 112 hai taiyaar!#RCBvKKR#IPL2024#IPL#Dial112 pic.twitter.com/TUm1ZKd416
— Delhi Police (@DelhiPolice) March 29, 2024
আরও পড়ুন- আরসিবির বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন রাসেল, কী রেকর্ড গড়লেন তিনি?