Friday, August 22, 2025

আরসিবি ম্যাচে চোট, দিল্লি ম্যাচে কী আছেন কেকেআরের ভেঙ্কটেশ ?

Date:

Share post:

গতকাল বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ খেলতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স । সেই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে জয় পায় কেকেআর। তবে সেই ম্যাচে ব্যাট করার সময় পিঠের চোট পান ভেঙ্কটেশ আইয়ার। বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে তিনি কি খেলতে পারবেন? তা নিয়েও প্রশ্ন উঠেছে। ম্যাচের সেরা হওয়ার পরে, ভেঙ্কটেশ জানান, ম্যাচের পর তাঁকে হাসপাতালে ছুটতে হয়।

ম্যাচ চলাকালীনই পিঠের চোটে আক্রান্ত হয়েছিলেন। ফিজিও এসে বেশ কিছুটা সময় তাঁর শুশ্রূষা করেন। ম্যাচ সেরার পুরস্কার পাওয়ার পর সেই নিয়ে নাইট তারকা জানান , ‘পিঠে সামান্য খিঁচ লাগছিল। স্ক্যান করতে যেতে হয়েছিল। তবে ম্যাচ যত এগিয়েছে ততই ব্যথার উপশম হয়েছে। নারিন যেভাবে ব্যাট করল তাতে চাপ অনেকটাই কমে গিয়েছিল। আমাকে গিয়ে স্রেফ নিয়মরক্ষা করতে হয়েছে।’ ওপেনে সুনীল নারিন ও ফিল সল্টের ঝোড়ো ব্যাটিং-এর পর কেকেআরকে সহজ জয় এনে দিয়েছে ভেঙ্কটেশ আইয়ার। মাত্র ৩০ বলে ৫০ করে নাইটদের হয়ে চলতি সিজনে প্রথম হাফসেঞ্চুরি করে গিয়েছেন তিনি।

আরসিবি বোলার বৈশখ দারুণ বল করেছিলেন। তাঁর বল ফেস করা বেশ চ্যালেঞ্জিং ছিল বলে মনে করেন ভেঙ্কটেশ। তিনি বলেন, ‘নারিন ও সল্ট যে ভিত গড়ে দিয়েছিল, তার ওপর চালিয়ে যাওয়া দরকার ছিল। ওঁদের বাঁ হাতি স্পিনারকে টার্গেট করতেই হত। আমার বাগদত্তাও স্টেডিয়ামে ছিলেন। কিছুটা কৃতিত্ব ওঁর-ও প্রাপ্য। বৈশখ বেশ ভালো বোলিং করছিল। ওঁকে ফেস করাটা বেশ চ্যালেঞ্জিং ছিল। পেস কমিয়ে ধেয়ে আসা বল বেশ কঠিন ছিল। এমনকি দ্রুতগতির বলও সমস্যায় ফেলছিল।’

টসে জিতে আরসিবি-কে প্রথম ব্যাট করতে পাঠান কেকেআর ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। বিরাট কোহলির দারুণ ব্যাটিং-এ ভর করে ১৮৩ রানের টার্গেট দেয় আরসিবি। রান তাড়া করতে নেমে দারুণ শুরু করেন ফিল সল্ট ও সুনীল নারিন। পাওয়ার প্লের ৬ ওভারে ৮৪ রান তুলে ফেলে কেকেআর। এরপর শ্রেয়াস আইয়ার ও ভেঙ্কটেশ আইয়ার মিলে ৭৫ রানের জুটি গড়ে দলকে জেতার রাস্তা দেখান।

আরও পড়ুন- দরজায় কড়া নাড়ছে আইএসএল, আজ আইলিগে তিন পয়েন্ট লক্ষ্য মহামেডানের

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...