Wednesday, November 12, 2025

জনগর্জন সভা: গরমকে বলে বলে গোল দিয়ে কুলপির অভিষেকের সভায় জনজোয়ার

Date:

Share post:

প্রখর রোদ উপেক্ষা করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় জনজোয়ার। শনিবার মথুরাপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় কর্মী-সমর্থকদের ঢল ছিল চোখে পড়ার মতো। গরমকে বলে বলে গোল দিয়ে প্রিয় জননেতাকে দেখতে জনসমুদ্র নেমেছিল কুলপির ঢোলাতে। আর মানুষের এত ভালবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তৃণমূলের সেনাপতিও। মথুরাপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদারের সমর্থনে ঢোলার জনসভায় লক্ষাধিক কর্মী-সমর্থকের সমাগম হয়। ভোটের আগে কর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে উদ্দীপনা জাগাতে সভা করেন অভিষেক। আর অভিষেকের মুখ থেকে ঝাঁঝালো বার্তা শুনতে সকাল থেকেই তৈরি ছিল ঢোলা। তাই জননেতা আসার আগেই মাঠ জুড়ে ভিড় জমিয়েছিলেন কর্মী-সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় কর্মী-সমর্থকদের এত উচ্ছ্বাস দেখে আর নিজেকে আটকে রাখতে পারেননি অভিষেকও। সভা শুরুর নির্ধারিত সময়ের বহু আগেই সেখানে পৌঁছে যান তিনি।

এ-প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দুপুর ১২টা থেকে যে ভিড়ের ছবি দেখেছি, তাতে ৪০ মিনিট আগেই এসেছি। ২০২১ সালের ভোটের প্রাক্কালে আমি এই মাঠে সভা করেছিলাম। সেটা ছিল ফেব্রুয়ারি মাস। এবার মার্চের শেষে এখানে সভা করছি। সেদিনের থেকেও আজ এই সভায় উপস্থিতি অনেক বেশি। বিপুল জনতার কাছে অভিষেকের আর্জি, আমি যা কথা দিয়েছি, তা রেখেছি। সব বুথে, অঞ্চলে, গ্রামে, শহরে মানুষকে বোঝাতে হবে। কানে শুনে নয়, নিজের চোখে দেখে আপনারা সিদ্ধান্ত নিন। আমফান-ইয়াস থেকে শুরু করে কোভিড বা যেকোনও সমস্যা— সবসময় পাশে ছিল তৃণমূল। তাই যে পাশে ছিল, তার পাশে থাকুন। এই আর্জি আপনাদের কাছে।

আরও পড়ুন- অপেক্ষার অবসান, অবশেষে সামনে এল কালীঘাট মন্দিরের সোনার চূড়া

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...