Monday, December 29, 2025

জনগর্জন সভা: গরমকে বলে বলে গোল দিয়ে কুলপির অভিষেকের সভায় জনজোয়ার

Date:

Share post:

প্রখর রোদ উপেক্ষা করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় জনজোয়ার। শনিবার মথুরাপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় কর্মী-সমর্থকদের ঢল ছিল চোখে পড়ার মতো। গরমকে বলে বলে গোল দিয়ে প্রিয় জননেতাকে দেখতে জনসমুদ্র নেমেছিল কুলপির ঢোলাতে। আর মানুষের এত ভালবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তৃণমূলের সেনাপতিও। মথুরাপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদারের সমর্থনে ঢোলার জনসভায় লক্ষাধিক কর্মী-সমর্থকের সমাগম হয়। ভোটের আগে কর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে উদ্দীপনা জাগাতে সভা করেন অভিষেক। আর অভিষেকের মুখ থেকে ঝাঁঝালো বার্তা শুনতে সকাল থেকেই তৈরি ছিল ঢোলা। তাই জননেতা আসার আগেই মাঠ জুড়ে ভিড় জমিয়েছিলেন কর্মী-সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় কর্মী-সমর্থকদের এত উচ্ছ্বাস দেখে আর নিজেকে আটকে রাখতে পারেননি অভিষেকও। সভা শুরুর নির্ধারিত সময়ের বহু আগেই সেখানে পৌঁছে যান তিনি।

এ-প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দুপুর ১২টা থেকে যে ভিড়ের ছবি দেখেছি, তাতে ৪০ মিনিট আগেই এসেছি। ২০২১ সালের ভোটের প্রাক্কালে আমি এই মাঠে সভা করেছিলাম। সেটা ছিল ফেব্রুয়ারি মাস। এবার মার্চের শেষে এখানে সভা করছি। সেদিনের থেকেও আজ এই সভায় উপস্থিতি অনেক বেশি। বিপুল জনতার কাছে অভিষেকের আর্জি, আমি যা কথা দিয়েছি, তা রেখেছি। সব বুথে, অঞ্চলে, গ্রামে, শহরে মানুষকে বোঝাতে হবে। কানে শুনে নয়, নিজের চোখে দেখে আপনারা সিদ্ধান্ত নিন। আমফান-ইয়াস থেকে শুরু করে কোভিড বা যেকোনও সমস্যা— সবসময় পাশে ছিল তৃণমূল। তাই যে পাশে ছিল, তার পাশে থাকুন। এই আর্জি আপনাদের কাছে।

আরও পড়ুন- অপেক্ষার অবসান, অবশেষে সামনে এল কালীঘাট মন্দিরের সোনার চূড়া

spot_img

Related articles

কমিশনের নির্দেশ মতো কেন নয় বয়স্কদের শুনানি! SIR পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে সি মুরুগন

এসআইআর নিয়ে বঙ্গে মানুষের ভোগান্তির আর শেষ নেই। শুনানির সঠিক ব্যবস্থা না থাকার ফলে বারবার হয়রানির অভিযোগও তুলেছেন...

নৃত্য-গীতে জমজমাট দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ‘স্বপ্নের প্রকল্প’ দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে চাঁদের হাট। সমাজের বিভিন্ন ক্ষেত্রের...

বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রীর, ঘোষণা মহাকাল মন্দিরের শিলান্যাসের দিনও

বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই ঘোষণা...

বিষ্ণুপুরে ‘সেবাশ্রয় ২’ পরিদর্শন অভিষেকের, আশ্বস্ত-আপ্লুত রোগী থেকে শুরু করে স্থানীয়রা

ডায়মন্ড হারবার লোকসভার বাসিন্দাদের কাছে উন্নতমানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে সেবাশ্রয় শিবির করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...