Friday, November 7, 2025

বঙ্গে বিজেপির ‘ডেলি প্যাসেঞ্জারি’, আগামী সপ্তাহে উত্তরবঙ্গে নরেন্দ্র মোদি

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election Campaign) প্রচারে বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। উত্তরবঙ্গ দিয়েই এরাজ্যে প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে ৪ এপ্রিল কোচবিহারের রাসলীলা ময়দানে প্রথম জনসভা করতে চলেছেন মোদি (Narendra Modi)। বৃহস্পতিবারের পরে রবিবার তিনি জোড়া সভা করবেন। প্রথমে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্র বালুরঘাটে, তারপর সেখান জলপাইগুড়িতে ভোটের প্রচার করবেন মোদি। বাংলায় বিজেপির হাল এতটাই খারাপ যে ভোটের মুখে স্বয়ং প্রধানমন্ত্রীকে এসে জায়গায় জায়গায় সভা করে প্রার্থীদের জেতানোর কথা বলতে হচ্ছে, মোদির সূচি ঘোষণা হওয়ার পরই কটাক্ষ করছেন বিরোধীরা।

বাংলায় বিজেপি নেতাদের ‘ডেলি প্যাসেঞ্জারি’ নতুন কিছু নয়। ভোট এলেই বহিরাগত জমিদারদের বাংলায় যাতায়াত বেড়ে যায়। ২০২১ সালের বিধানসভার পর ২০২৪ সালেও একই ঘটনার পুনরাবৃত্তি। রাজনৈতিক দল মনে করছে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনহিতকর প্রকল্পে তৃণমূল সরকারের সঙ্গে আছে বাংলার মানুষ, তাতে বেশ কিছুটা ব্যাকফুটে পদ্ম শিবির। তাই কখনও প্রধানমন্ত্রীকে দিয়ে বাংলার প্রার্থীদের ফোন করানো আবার কখনও স্বয়ং মোদির প্রচার সভার মাধ্যমে হালে পানি পেতে চাইছে গেরুয়া শিবির। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দিল্লিবাড়ির লড়াইয়ে কোচবিহারকে আলাদা করে গুরুত্ব দিচ্ছে বিজেপি শিবির। রাজবংশী ভোট যে অনেক বড় ফ্যাক্টর সেটা জানেন মোদি – শাহ । কিন্তু ভোটের আগে বেসুরো অনন্ত মহারাজ (Ananata Maharaj)। বিজেপির রাজ্যসভা সাংসদ হলেও দলের বিরুদ্ধেই ক্ষুব্ধ অনন্ত। কয়েক মাস আগেই রাজবংশী অধ্যুষিত ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে জেতা আসন খোয়াতে হয়েছে বিজেপিকে। তাই রাজবংশী ভোট নিশ্চিত করতেই কোচবিহার দিয়ে বাংলায় প্রচার সভা শুরু করছেন মোদি।

 

spot_img

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...