Monday, January 12, 2026

অভিযোগ শুনেই দ্রুত পদক্ষেপ! ‘প্রতিশ্রুতি’ মিটতেই শতাব্দীর নামে ‘জয়ধ্বনি’ গ্রামবাসীদের

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) আর বেশিদিন বাকি নেই। ইতিমধ্যে, দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। তবে রবিবাসরীয় প্রচারে বেরিয়ে স্থানীয়দের অভাব, অভিযোগের কথা শুনে দ্রুত কাজের প্রতিশ্রুতি দিলেন বীরভূমের (Birbhum) তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী শতাব্দী রায় (Shatabdi Roy)। আর প্রার্থীর প্রতিশ্রুতি পেয়েই গ্রামবাসীরা রীতিমতো উচ্ছ্বাসে ফেটে পড়েন। তৃণমূল প্রার্থীর নামে শোনা যায় জয়ধ্বনি। মূলত, রবিবার নিজের লোকসভা কেন্দ্রে প্রচারে বেরিয়েছিলেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী। আর প্রচার (Election Campaigning) চলাকালীন গ্রামবাসীদের অভিযোগের কথা শোনেন প্রার্থী।

বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের নোয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের গোকুলনগর গ্রামে এদিন প্রচারে যান শতাব্দী। সেখানে গিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী জানতে পারেন, স্থানীয় একটি রাস্তা সারাইয়ের দাবি তাঁদের অনেকদিনের। কিন্তু তা কোনও কারণে সারাই হয়নি বলে অভিযোগ। এদিন শতাব্দী গ্রামবাসীদের কাছে তাঁদের অভাব, অভিযোগের কথা শুনতে গেলে তাঁরা জানান, দীর্ঘদিন ধরেই এই রাস্তার অবস্থা বেহাল। দীর্ঘদিন গ্রামের রাস্তা সারাই না হওয়ায় যাতায়াত করতে খুবই সমস্যা হচ্ছে। এরপরই প্রার্থী গ্রামবাসীদের অভিযোগের কথা শুনে রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি দেন। শতাব্দী জানান, এতদিন ঠিক কী কারণে তাঁদের রাস্তা সারাইয়ের কাজ সম্ভব হয়নি।

এদিন শতাব্দী গ্রামবাসীদের সাফ জানান, লোকসভা নির্বাচনের পরই ওই গ্রামের রাস্তা সারাই করে দেওয়া হবে। এরপরই গ্রামবাসীদের মধ্যে খুশির হাওয়া। এতদিনের সমস্যা মিটে যাওয়ার কারণে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দীর নামে জয়ধ্বনি দিতে শুরু করেন গোকুলনগর গ্রামের বাসিন্দারা।

 

spot_img

Related articles

জাতীয় যুব দিবস ২০২৬: নেতৃত্ব বিকাশ ও জাতি গঠনে যুব অংশগ্রহণে করতে MY Bharat-NSS

যুব সম্পৃক্ততা বৃহৎ পরিসরে: আমার ভারত (MY Bharat) ও জাতীয় সেবা যোজনা (NSS)-এর মতো প্ল্যাটফর্ম জেলা ও প্রাতিষ্ঠানিক...

স্বামীজির জন্মদিবসে সিমলা স্ট্রিটে তৃণমূল-বিজেপি, রাজনৈতিক সৌজন্যের ছবি

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে যুবদিবস রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর রাজ্য প্রশাসনের তরফে এই দিনটিকে মহা সমারোহে পালন...

SIR- র শুনানিতে খেলোয়াড়দের হায়রানি অব্যাহত, তলব লক্ষ্মীরতনকে

মহম্মদ শামির পর  SIR- র শুনানিতে এবার ডেকে পাঠানো হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন...

SIR- র নামে খেলোয়াড়দের হেনস্থা, প্রতিবাদে পথে নামলেন ক্রীড়াবিদরা

SIR- র নামে বাংলার খেলোয়াড়দের হেনস্থার অভিযোগ তুলে প্রতিবাদে সামিল বাংলার প্রাক্তন খেলোয়াড়রা (Ex Sportsman)। ভবানীপুর ক্লাবের সামনে...