ঋষভ পন্থের খেলায় মুগ্ধ দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। গতকাল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিল দিল্লি। সেই ম্যাচে জয় পায় দিল্লি। দিল্লি ক্যাপিটালসকে জয়ের পিছনে বড় ভূমিকা নেন ঋষভ । ৫১ রান করেন তিনি। কামব্যাকের পর প্রথম অর্ধশতরান পন্থের। আর এরপরই পন্থের প্রশংসায় মাতেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

চেন্নাই ম্যাচের পর নিজের সোশ্যাল মিডিয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায় লেখেন, “ঋষভ, খুব ভাল খেলেছ। এই ইনিংস তোমার সারা জীবন মনে থাকবে। এরপরে তুমি আরও ভাল ভাল ইনিংস খেলবে। এর থেকেও ভাল ইনিংস খেলবে। কিন্তু এই ইনিংসটা তোমার সঙ্গে সারা জীবন থেকে যাবে।“


Well played Rishabh pant @RishabhPant17 .. u will remember this innings for a life time .. u have played many brilliant ones and will play even better ones but this story will remain with u always @ParthJindal11 @bcci
— Sourav Ganguly (@SGanguly99) March 31, 2024
নিজের প্রথম অর্ধশতরানের পর আবেগে ভাসেন পন্থ। ম্যাচ শেষে তিনি বলেছিলেন,” দেড় বছর আমিও অপেক্ষা করেছি, কবে আবার এক হাতে ছক্কা মারতে পারব। সেভাবে ক্রিকেট খেলিনি, কিন্তু বিশ্বাস ছিল আমি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারব। বাকি সবার মতো আমিও দেখতে চাইছিলাম যে এক হাতে ছক্কা মারতে পারব কি না। তবে আমি পেরেছি ।“ এরপর পন্থ আরও বলেন, “ অনেক দিন খেলিনি বলে শুরুতে একটু সময় লাগছিল। কিন্তু নিজের উপর বিশ্বাস ছিল। জানতাম আমি ম্যাচের রং বদলে দিতে পারি। দেড় বছর ধরে এই বিশ্বাসটা ধরে রেখেই নিজেকে তৈরি করেছি। এখনও অনেক কিছু শিখছি।

আরও পড়ুন- ম্যাচ জিতেও শাস্তির মুখে পন্থ, কিন্তু কেন?

