Thursday, August 21, 2025

দলে যোগ দিন নাহলে গ্রেফতার! AAP-র একাধিক নেতা এবার বিজেপির টার্গেট

Date:

Share post:

গ্রেফতার একগুচ্ছ আপ নেতা। খোদ দিল্লির মুখ্যমন্ত্রী জেলবন্দি। তারপরেও রবিবার দিল্লির রামলিলা ময়দানে বিজেপির ঘুম ছোটানো সমাবেশের আয়োজন করেছে আপ। এরপরেই কী গ্রেফতারির ভয় দেখিয়ে আপনেতাদের ভাঙনোর চেষ্টা শুরু করল বিজেপি? দিল্লির মন্ত্রী তথা আপ নেত্রী অতিশির দাবি দলের চার নেতাকে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। প্রস্তাব না মানলে একমাসের মধ্যে গ্রেফতার করা হবে। অন্যদিকে বিজেপির সঙ্গে যুক্ত বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দাবি করা হচ্ছে কিছু আপ নেতা বিজেপিতে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করেছেন। পাল্টা চাপ তৈরির জন্য এভাবেই লোকসভার রাজনীতির হাওয়া গরম করতে চাইছে বিজেপি, মত রাজনৈতিক মহলের।

মঙ্গলবার একটি সাংবাদিক অতিশি এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, “বিজেপি আমাকে তাদের দলে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করেছে। তারা আমাকে হুমকি দিচ্ছে যে আমি যদি দলে যোগ না দিই তাহলে আগামী এক মাসের মধ্যে আমাকে ইডি গ্রেফতার করবে। তারা এই অফারটি নিয়ে আমার একজন ঘনিষ্ঠ সহযোগীর কাছে পৌঁছেছে এবং এটাও বলেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি আপ-কে পতন ও ধ্বংস করতে চায়।” তবে এর পাল্টাও তিনি বলেন, “বিজেপি নেতাদের জারি করা হুমকিতে দল ভয় পায় না।আমরা আপনার হুমকিতে ভীত নই। আমরা কাজ চালিয়ে যাব।”

অতিশির দাবি আপের চার নেতাকে এখন টার্গেট করেছে বিজেপি। তিনি নিজে ছাড়া রাঘব চাড্ডা, দুর্গেশ পাঠক এবং সৌরভ ভরদ্বাজ রয়েছেন এই তালিকায়। তবে আপ গ্রেফতারিতে ভয় পায় না দাবি করে অতিশির বলেন, “তার এবং তার আত্মীয়দের উপর অভিযান চালানো হবে।তারপর আমাদের সমন জারি করা হবে এবং তারপরে আমাদের জেলে পাঠানো হবে। কিন্তু আমি বিজেপিকে বলতে চাই যে আমরা ভয় পাই না। আমাদের সবাইকে জেলে রাখুন, আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত অরবিন্দ কেজরিওয়ালের সাথে থাকব। সবাইকে জেলের ভিতরে রাখুন। অন্য ১০ জন সেই জায়গা নেবে।”

তাঁদের গ্রেফতারির পথ তৈরি করা হচ্ছে আদালতে এমনটা দাবি করে অতিশি জানান, ইডি আদালতে জানিয়েছে আবগারি মামলায় কেজরিওয়াল তাঁদের নাম বলেছেন। আদালতের সামনে এই তথ্য পেশ করে আপ নেতা-নেত্রীদের গ্রেফতারির পথ প্রশস্ত করছে কেন্দ্রের বিজেপি সরকার।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...