কলকাতায় এখনই বৃষ্টি নয়! পাঁচ জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস হাওয়া অফিসের

কলকাতা (Kolkata)-সহ রাজ্যে ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ। ইতিমধ্যে পাঁচ জেলায় তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। বুধবার আলিপুরের তরফে সাফ জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গে হতে পারে ঝড়-বৃষ্টি। তবে এদিন হাওয়া অফিস সাফ জানিয়েছে, আপাতত কলকাতায় বৃষ্টিপাতের (Rain ) কোনও সম্ভাবনা নেই। এই সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।


পাশাপাশি হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে বাড়তে পারে অস্বস্তি। সঙ্গে থাকবে গরমও। অন্যদিকে , এদিন আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় বাড়তে পারে দিনের তাপমাত্রা। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি এবং বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৩০ শতাংশ।

বুধবার হাওয়া অফিস জানিয়েছে, বুধবার দিনভর গরম এবং আপেক্ষিক আর্দ্রতার জন্য অস্বস্তি বজায় থাকবে। তবে এদিন থেকে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা জারি করা হয়েছে। শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে কলকাতার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যেতে পারে। এদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে খবর।