Wednesday, January 14, 2026

“সারা বাংলায় দাদাগিরি করতে পারি”: দিলীপ, “মহিলারাই বধ করবে ওনাকে”, পাল্টা কীর্তি

Date:

Share post:

ভোটের ময়দানে ফের “মস্তানি” বিজেপি নেতা দিলীপ ঘোষের। দলের শো-কজ ও নির্বাচন কমিশন সেন্সর করার পরও দমছেন না বর্ধমান দুর্গাপুরের পদ্ম প্রার্থী। বরং, স্বমহিমায় বলছেন গোটা বাংলা দাপিয়ে একমাত্র তিনিই “দাদাগিরি” করার ক্ষমতা রাখেন! তাঁর কথায়, তাঁর কথায়, “দিলীপ ঘোষই পারে সারা পশ্চিমবঙ্গে দাদাগিরি করতে। সেটাই আমি এখানে করতে এসেছি। যে পারে সে সব জায়গাতেই পারে।” আসলে দিলীপ ঘোষ তাঁর ইঙ্গিতবাহী মন্তব্যের মাধ্যমে দলের কিছু নেতাকেই বার্তা দিলেন, বোঝালেন মেদিনীপুর হোক কিংবা বর্ধমান, দিলীপ ঘোষ নিজের মেজাজে, নিজের ক্ষমতায় ভোটে লড়েন। তিনি একটা সময় রাজ্য সভাপতি ছিলেন, সুতরাং তিনি গোটা বাংলার নেতা।

পাশাপাশি, বর্ধমান দুর্গাপুরে তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূলের কীর্তি কীর্তি আজাদকেও নিশানা করেছেন দিলীপ ঘোষ। ভোটের ফলাফলের পর কীর্তিকে প্যাক করে বিহারে তাঁর বাড়িতে পাঠিয়ে দেওয়ারও হুঁশিয়ারি দিলেন দিলীপ। বর্ধমান-দুর্গাপুর তৃণমূল প্রার্থীকে দিলীপের চ্যালেঞ্জ, “এমন হারাব যে জীবনে আর ভোট দাঁড়াবে না।” তাঁর সংযোজন, “কীর্তি আজাদ বর্ধমান বিশ্ববিদ্যালয়, দুর্নীতি সম্পর্কে জানেন না। উনি বিহার থেকে এসেছেন, বাংলার কিছুই জানেন না। সন্দেশখালি কোথায় তাই জানেন না। এমন হারাব জীবনে ভোটে দাঁড়াবে না। তাই উনি বিহার থেকে এসেছেন, সেখানেই চলে যান। না হলে ৪ তারিখের পর প্যাক করে পাঠিয়ে দেব।”

পাল্টা দিয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী কীর্তি আজাদও। দিলীপকে তোপ দেগে কীর্তি বলেন, “দিলীপ ঘোষ ৪ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। বাংলার মহিলারা ইভিএমে বোতাম টিপে দিলীপ ঘোষকে বধ করবে।”

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...