Sunday, May 4, 2025

“আগে শুভেন্দুকে ত্যাগ করুন, তারপর দুর্নীতি নিয়ে কথা বলবেন!” মোদিকে বিঁধলেন কুণাল

Date:

Share post:

দুর্নীতি প্রসঙ্গ তুললেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তোপ দাগলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বললেন, প্রধানমন্ত্রী শুভেন্দু অধিকারীর মতো দুর্নীতিবাজকে পাশে নিয়ে জনসভা করবেন আবার দুর্নীতি নিয়ে কথা বলবেন, সেটা একসঙ্গে হতে পারে না। শুভেন্দুকে বর্জন করে দুর্নীতি নিয়ে কথা বলুন।

কুণালের কথায়, “প্রধানমন্ত্রী দুর্নীতি নিয়ে কথা বলছেন, এসব শুনলে ঘোড়াতেও হাসবে। তার কারণ, প্রধানমন্ত্রী দুর্নীতি নিয়ে কথা বলার আগে তাঁর মনে রাখা উচিত, যাঁদের বিরুদ্ধে বিজেপি দুর্নীতির অভিযোগ এনেছিল সেই হিমন্ত বিশ্বশর্মা, শুভেন্দু অধিকারী, অজিত পাওয়ার, প্রফুল প্যাটেল, নারায়ণ রানে এমন দীর্ঘ তালিকাভুক্ত নেতাদের। তাঁদের পিছনে এজেন্সি লেলিয়ে দেওয়া হয়েছিল। তদন্ত শুরু হবে এমন সময় বিজেপিতে চলে আসায় সবাই সাধু পুরুষ হয়ে গেল। ধোঁয়া তুলসী পাতা।”

তাঁর সংযোজন, “তাই যদি হয়, তাহলে প্রধানমন্ত্রী আগে ঘোষণা করুন বাংলায় তিনি যতবার জনসভা করবেন, তাঁর পাশে নারদায় অভিযুক্ত, বিজেপি যাকে চোর বলেছিল, সিবিআই এফআইআর-এ নাম থাকা সেই শুভেন্দু অধিকারী থাকবে না। তা না হলে বলতেই হচ্ছে আপনি তো এই দুর্নীতিবাজদের নেতা!”

তৃণমূলের দাবি, আসলে মোদির কোনও সীমা নেই। বাংলার বিজেপি বুথ কর্মীদের সঙ্গে আলাপচারিতার সময় তিনি দুর্নীতির কথা বলেন এবং তাঁর পার্টিতে সমস্ত দুর্নীতিবাজদের আশ্রয় দিচ্ছেন। প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে ঘোষণা করা উচিত যে তিনি সিবিআই-এর সঙ্গে শুভেন্দু অধিকারীর জন্য মঞ্চ ভাগ করবেন না…, যদি না করেন তবে দুর্নীতির বিষয়ে তাঁর মুখে একটিও শব্দ মানায় না।

২০১৪ সালে বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকে কেন্দ্রীয় এজেন্সিগুলির দুর্নীতির মামলায় অভিযুক্ত ২৫ জন দাপুটে রাজনীতিক দলবদল করে অথবা শিবির বদল করে গেরুয়াধারী হয়েছেন। দলমত নির্বিশেষে ঝাঁকে ঝাঁকে নেতানেত্রী তাঁদের পূর্বেকার দলীয় নীতি-আদর্শ বিসর্জন দিয়ে বিজেপিতে ভিড়েছেন। এঁদের কংগ্রেস থেকে দলবদল করেছেন ১০ জন, শারদ পাওয়ারের এনসিপি এবং শিবসেনা থেকে চারজন করে, তৃণমূল কংগ্রেসের ৩, তেলুগু দেশম পার্টির ২ এবং সমাজবাদী পার্টি এবং ওয়াইএসআরসিপি থেকে একজন করে বিজেপির পতাকা হাতে নিয়েছেন। দেশের একটি প্রথমসারির সংবাদ মাধ্যম তথ্য পরিসখ্যান দিয়ে সেই তথ্য তুলে ধরেছে।

আরও পড়ুন- গুঞ্জনে ফুলস্টপ, প্রকাশ্যে তাপসীর বিয়ের প্রথম ভিডিও!

spot_img
spot_img

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...