Sunday, November 16, 2025

বাংলাকে আবাস-MGNREGA-য় কত টাকা? শ্বেতপত্র হাতে প্রচারে আসুন! মোদির কাছে মোক্ষম দাবি অভিষেকের

Date:

Share post:

তাপমাত্রার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে লোকসভা নির্বাচনে প্রচারের পারদ। বৃহস্পতিবার, ভোট প্রচারে বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার আগে ফের শ্বেতপত্র প্রকাশের দাবি জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। বুধবার, তারাপীঠে জেলা নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক জানান, যে কেউ প্রচারে আসতে পারেন। তবে, মোদি যেন হাতে শ্বেতপত্র নিয়ে আসেন।

প্রধানমন্ত্রীর প্রচারে আসার বিষয় নিয়ে ফের চ্যালেঞ্জ ছোড়েন অভিষেক (Abhishek Bandyopadhyay)। বলেন, একহাতে শ্বেতপত্র ও অন্য হাতে মাইক্রোফোন নিয়ে বলুন বাংলাকে ২০২১-এর পর থেকে আবাস ও ১০০দিনের প্রকল্পে কত টাকা দিয়েছেন! অভিষেকের কথায়, “আমি আশা করব যে তিনি আসবেন এবং শ্বেতপত্র দেবেন। এখানে বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে আবাস ও MGNREGA-এর অধীনে বাংলাকে দেওয়া শ্বেতপত্র দেখাবেন।“

এদিন ফের অভিষেক জানান, মানুষ যদি পাকা বাড়িতে বাস করত, তাহলে জলপাইগুড়িতে প্রবল বিপর্যয়ের সম্মুখীন হতে হত না। কিন্তু, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র আবাসের টাকা বন্ধ করে দেওয়ায় এই ক্ষতি হয়েছে। ময়নাগুড়িতে একটি দুই বছরের শিশুকে হাসপাতালে ভর্তি করা হত না, যদি কেন্দ্র বাংলার প্রাপ্য দিত। দায় সম্পূর্ণ বিজেপির!

এর আগেও বারবার বিজেপির কাছে ১০০ দিনের কাজ ও আবাস প্রকল্প নিয়ে বাংলায় ২০২১-র পর থেকে কত টাকা কেন্দ্র দিয়েছে, তার শ্বেতপত্র প্রকাশের দাবি জানান অভিষেক। চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, যদি বিজেপি দেখাতে পারে বাংলায় বিধাসভা ভোটে গোহারা হারার পরে রাজ্যেকে আবাস প্লাস বা ১০০দিনের কাজে ১ পয়সাও দিয়েছে আমি রাজনীতি ছেড়ে দেব। এই বিষয় শ্বেতপত্র প্রকাশের দাবি জানান তিনি। কিন্তু সেই চ্যালেঞ্জের প্রায় ৪০০ ঘণ্টার বেশি অতিক্রান্ত। এখনও বিজেপির তরফে চ্যালেঞ্জ গ্রহণের সাহস দেখানো হয়নি। এই পরিস্থিতিতে এদিন মোদিকে প্রবল চাপে ফেললেন অভিষেক।




spot_img

Related articles

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...