Wednesday, August 27, 2025

ফের চাকরিপ্রার্থীদের মিছিলে ধুন্ধুমার ধর্মতলা

Date:

Share post:

লোকসভা ভোট দরজায় কড়া নাড়ছে। আদালতে মামলার জটিলতায় আটকে রয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। যদিও সেই আইনি জট কাটিয়ে নিয়োগ দিতে চেষ্টা করছে রাজ্য সরকার। এই আবহে ফের নিয়োগের দাবিতে রাজপথে চাকরিপ্রার্থীরা। শুক্রবার চাকরিপ্রার্থীদের মিছিল ঘিরে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল ধর্মতলা চত্বর।

যদিও, বারবার চাকরিপ্রার্থীদের রাজ্য সরকারের তরফে নিয়োগ নিয়ে আশ্বাস দেওয়া হয়েছে। বিষয়টি পুরোপুরি আদালতের আওতায় থাকার কারণে নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। তারপরও বিরোধীদের উস্কানিতে বারবার পথে নেমে আন্দোলনে সামিল হয়েছেন চাকরিপ্রার্থীরা। ভোটের মরশুমে আবারও গরমের দাবদাহের আঁচ বাড়িয়ে মহা মিছিলের ডাক দেন চাকরিপ্রার্থীরা।

শুক্রবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে অংশ নেয় চাকরিপ্রার্থীদের ৭টি সংগঠন। চাকরিপ্রার্থীদের এই আন্দোলনে যোগ দেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরাও। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পৌঁছে ডোরিনা ক্রসিংয়ে মিছিল পৌঁছতেই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়।

ডোরিনা ক্রসিংয়ে তাদের আটকে দেয় পুলিশ। সেখানে বসে পড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা।পুলিশ বাধা দিলে চাকরিপ্রার্থীদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় তাঁদের। আন্দোলনকারীদের পাঁজাকোলা করে তোলা হয় প্রিজন ভ্যানে। আটক করা হয় সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষকেও। ধর্মতলা থেকে পুলিশ তাঁদের সরিয়ে দিলে তাঁরা রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে বিষয়টি জানাবেন বলে জানান চাকরিপ্রার্থীরা।






 

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...