ব্যাট হাতে বারবার মন জয় করেছেন, এবার বাবার ভূমিকায় ফের একবার মন জয় করলেন তিনি। যার কথা বলা হচ্ছে তিনি আর অন্য কেউ নন , তিনি হলেন ভারত অধিনায়ক তথা মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় রোহিত এবং তাঁর মেয়ে সামাইরার। যা মন কেড়েছে নেটিজেনদের।

এদিন সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। সেখানেই দেখা যাচ্ছে, বিমানবন্দর থেকে মেয়ে ও স্ত্রী ঋতিকার সঙ্গে বেরিয়ে আসছেন রোহিত শর্মা। মেয়ে সামাইরা রোহিতের কোলে। বাবার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে সে। কিন্তু রোহিতকে দেখে স্বাভাবিক ভাবেই সেখানে উপস্থিত অনুরাগীরা চিৎকার করতে থাকেন। ‘রোহিত, রোহিত’ ধ্বনি ওঠে। কিন্তু ভক্তদের সঙ্গে সঙ্গে মুখে আঙুল দেখিয়ে চুপ করতে বলেন হিটম্যান। বোঝাতে চান, মেয়ে ঘুমোচ্ছে। বেশি চিৎকার হলে ওর ঘুম ভেঙে যাবে। এরপর দেখা যায়, মেয়েকে নিয়ে গাড়িতে উঠে যাচ্ছেন রোহিত। মেয়েকে যেভাবে আগলে রেখেছিলেন তিনি, তা দেখে মুগ্ধ নেটিজেনরা।

Rohit Sharma asked to not make any noise as Samaira was sleeping.
– A cute video! ❤️ pic.twitter.com/JiOMsaJI3b
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 5, 2024
চলতি আইপিএল-এ এখনও জয় অধরা মুম্বইয়ের। হারের হ্যাটট্রিক হার্দিক পান্ডিয়াদের। চলতি আইপিএল দলকদে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক। রবিবার দিল্লির বিরুদ্ধে নামবে তারা।

আরও পড়ুন- আজ পাঞ্জাবের বিরুদ্ধে নামছে মোহনবাগান
