Saturday, January 10, 2026

বিএফসিকে হারিয়ে কী বললেন লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত?

Date:

Share post:

গতকাল আইএসএল-এর ম্যাচে ঘরের মাঠে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখে ইস্টবেঙ্গল এফসি। হাতে এখনও এক ম্যাচ বাকি। প্লে-অফে যেতে গেলে শুধু শেষ ম্যাচ জয় নয়, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকেও। যদিও এখন এইসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। বরং বিএফসি ম্যাচে যে তিন পয়েন্ট এসেছে তাতে খুশি তিনি। এই জয়কে লাল-হলুদ সমর্থকদের উৎসর্গ করেন তিনি।

এই নিয়ে ম্যাচ শেষে কুয়াদ্রাত বলেন, “ ছেলেরা যে পরিশ্রম করেছে এই ম্যাচে তাতে আমি খুবই খুশি। সত্যি বলতে খুব ভাল ফুটবল যে আমরা খেলতে পেরেছি তা নয়। বেঙ্গালুরু আমাদের থেকে ভাল খেলেছে। তবে ওরা খুব একটা ভাল সুযোগ তৈরি করতে পারেনি। শেষ পর্যন্ত আমরাই ৩ পয়েন্ট পেয়েছি। আমি খুবই খুশি।” এরপর তিনি আরও বলেন, “ অমন, সায়নরা এই ম্যাচে কার বিরুদ্ধে খেলছিল ভাবুন। সুনীল ছেত্রী, যে গত ২০ বছর ধরে দেশের সেরা লিগে খেলে এসেছে। এই ছেলেরা কলকাতা লিগে ও ডেভেলপমেন্ট লিগে খেলেছে মাত্র। হঠাৎ এক দিন তাদের ২০ হাজার বা ৫০ হাজার দর্শকের সামনে খেলতে হচ্ছে। কোনও দিন খেলতে হয়েছে মোহনবাগানের বিরুদ্ধে। ব্যাপারটা সোজা নয়। ওদের পেশিবহুল চেহারাও নেই। সবে তৈরি হচ্ছে। কিন্ত ওদের বিশাল মনের জোর আছে। যত বার মাঠে নেমেছে, তত বার নিজেদের সেরাটা দিয়েছে। সে জন্য আমি খুশি।”

এদিকে ম্যাচ শেষে সমর্থকদের জন্যও বার্তা দেন কুয়াদ্রাত। তিনি বনেল, “ বিশেষ করে সমর্থকদের জন্য ভাল লাগছে। গোটা মরশুম অনেক লড়াই করার পর শেষ পর্যন্ত সমর্থকেরা তাদের প্রিয় দলকে নিয়ে গর্ব করতে পারবেন। ওঁরা আমাদের অনেক সাহায্য করেছেন। আমাদের সঙ্গে সব জায়গায় ঘুরেছেন। আমরা যে তাঁদের কিছু প্রতিদান দিতে পারলাম, সে জন্য আমি খুশি।”

আরও পড়ুন- আজ কেকেআরের সামনে চেন্নাই, ধোনিদের বিরুদ্ধে জয়ই লক্ষ্য নাইটদের


spot_img

Related articles

IND vs NZ ODI: দলে ফিরছেন শ্রেয়স, পরীক্ষা গিলের, জানুন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

রবিবার নতুন বছরে প্রথম ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল(India Team)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনে সিরিজ দিয়েই ২০২৬ সালের অভিযান...

মে মাস পর্যন্ত রেড নয়! ১২ বছরে উড়ান দিতে না পারা বিজেপির সভাপতির বার্তা

আদতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি ও নির্বাচন কমিশনের সহযোগিতা ছাড়া যে বিজেপি বাংলায় ভোটার খুঁজে পাবে না, স্পষ্ট হয়ে...

মেডিক্যাল এমার্জেন্সি! নির্ধারিত সময়ের আগেই মহাকাশ থেকে নভশ্চরদের ফেরাচ্ছে নাসা

গত ২৫ বছরে এমন ঘটনা নজিরবিহীন! মেডিক্যাল এমার্জেন্সি আন্তর্জাতিক স্পেস স্টেশনে। অভিযানের মেয়াদ পূরণ হওয়ার আগেই অসুস্থতাজনিত কারণে...

গোয়া-কেরালার মিলিত সংখ্যার দ্বিগুণ বিদেশী পর্যটক আসছেন বাংলায়!

বিদেশী পর্যটকরা এখন আগ্রা, উদয়পুর, ঋষিকেশ, হাম্পি এমনকি গোয়ার থেকে বেশি আসছেন পশ্চিমবঙ্গে (West Bengal)। এই তথ্য রাজ্য...