Sunday, January 11, 2026

টিডিপি-বিজেপি-জনসেনা জোট অন্ধ্রে ক্ষমতায় এলেই সস্তায় মদ, ঘোষণা চন্দ্রবাবু নায়ডুর

Date:

Share post:

ভোটের বাজারে সহজে বাজিমাত করতে মদকে হাতিয়ার করলেন তেলুগু দেশম পার্টির প্রধান তথা সে রাজ্যের প্রাক্তন চন্দ্রবাবু নায়ডু। অন্ধ্রপ্রদেশে লোকসভা এবং বিধানসভা ভোটের আগে সুরাপ্রেমীদের উদ্দেশে সোমবার তাঁর ঘোষণা টিডিপি-বিজেপি-জনসেনা জোট অন্ধ্রে ক্ষমতায় আসলে মদের দাম কমানো হবে। আমজনতা কম দামে ভাল মানের মদ পাবেন।চন্দ্রবাবু তাঁর বিধানসভা কেন্দ্র কুপ্পমে দলীয় সভায় যোগ দিয়েছিলেন। সেখানেই তিনি বলেন, আর ৪০ দিন পরে আমরা অন্ধ্রে সরকার গড়ব। ভাল মানের পাশাপাশি মদের দাম কমানোর দায়িত্বও আমরা নেব।প্রসঙ্গত, বছর কয়েক আগে অন্ধ্রের বিজেপি সভাপতি সোমু বীররাজুও প্রকাশ্যে মদের দাম কমানোর কথা ঘোষণা করেছিলেন।

অন্ধ্রপ্রদেশের ২৫টি লোকসভা আসন এবং ১৭৫টি বিধানসভায় এক দফায় ভোট হবে আগামী ১৩ মে। বিজেপি এবং জনসেনা পার্টির সঙ্গে জোট করেছে চন্দ্রবাবুর দল। বিধানসভায় টিডিপি ১৪৪, জনসেনা ২১ এবং বিজেপি ১০টি আসনে লড়ছে। লোকসভায় টিডিপি ১৭, জনসেনা দু’টি এবং বিজেপি সাতটি কেন্দ্রে প্রার্থী দিয়েছে।

২০১৪ সালের নির্বাচনে বিজেপির সঙ্গে জোটে করেছিলেন চন্দ্রবাবু। কিন্তু অন্ধ্রের বিশেষ মর্যাদার দাবিতে ২০১৮ সালে এনডিএ ছেড়েছিল টিডিপি।২০১৯-এর লোকসভা এবং অন্ধ্রপ্রদেশ বিধানসভা ভোটে তারা একাই লড়াই করেছিল। সেই ভোটে জগন্মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস পার্টির কাছে হেরে মুখ্যমন্ত্রীর কুর্সি হারাতে হয় চন্দ্রবাবুকে। ছ’বছর পরে আবার এনডিএ-তে ফিরেছেন তিনি। ২০১৯ সালে একা লড়ে অন্ধ্রে লোকসভার তিনটি আসনে জিতেছিল টিডিপি। বাকি ২২টি পেয়েছিল ওয়াইএসআর কংগ্রেস। বিধানসভায় জগনের দল ১৫১টিতে জয় পায়। চন্দ্রবাবুর ঝুলিতে গিয়েছিল মাত্র ২৩টি।





spot_img

Related articles

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...