Wednesday, November 12, 2025

টিডিপি-বিজেপি-জনসেনা জোট অন্ধ্রে ক্ষমতায় এলেই সস্তায় মদ, ঘোষণা চন্দ্রবাবু নায়ডুর

Date:

Share post:

ভোটের বাজারে সহজে বাজিমাত করতে মদকে হাতিয়ার করলেন তেলুগু দেশম পার্টির প্রধান তথা সে রাজ্যের প্রাক্তন চন্দ্রবাবু নায়ডু। অন্ধ্রপ্রদেশে লোকসভা এবং বিধানসভা ভোটের আগে সুরাপ্রেমীদের উদ্দেশে সোমবার তাঁর ঘোষণা টিডিপি-বিজেপি-জনসেনা জোট অন্ধ্রে ক্ষমতায় আসলে মদের দাম কমানো হবে। আমজনতা কম দামে ভাল মানের মদ পাবেন।চন্দ্রবাবু তাঁর বিধানসভা কেন্দ্র কুপ্পমে দলীয় সভায় যোগ দিয়েছিলেন। সেখানেই তিনি বলেন, আর ৪০ দিন পরে আমরা অন্ধ্রে সরকার গড়ব। ভাল মানের পাশাপাশি মদের দাম কমানোর দায়িত্বও আমরা নেব।প্রসঙ্গত, বছর কয়েক আগে অন্ধ্রের বিজেপি সভাপতি সোমু বীররাজুও প্রকাশ্যে মদের দাম কমানোর কথা ঘোষণা করেছিলেন।

অন্ধ্রপ্রদেশের ২৫টি লোকসভা আসন এবং ১৭৫টি বিধানসভায় এক দফায় ভোট হবে আগামী ১৩ মে। বিজেপি এবং জনসেনা পার্টির সঙ্গে জোট করেছে চন্দ্রবাবুর দল। বিধানসভায় টিডিপি ১৪৪, জনসেনা ২১ এবং বিজেপি ১০টি আসনে লড়ছে। লোকসভায় টিডিপি ১৭, জনসেনা দু’টি এবং বিজেপি সাতটি কেন্দ্রে প্রার্থী দিয়েছে।

২০১৪ সালের নির্বাচনে বিজেপির সঙ্গে জোটে করেছিলেন চন্দ্রবাবু। কিন্তু অন্ধ্রের বিশেষ মর্যাদার দাবিতে ২০১৮ সালে এনডিএ ছেড়েছিল টিডিপি।২০১৯-এর লোকসভা এবং অন্ধ্রপ্রদেশ বিধানসভা ভোটে তারা একাই লড়াই করেছিল। সেই ভোটে জগন্মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস পার্টির কাছে হেরে মুখ্যমন্ত্রীর কুর্সি হারাতে হয় চন্দ্রবাবুকে। ছ’বছর পরে আবার এনডিএ-তে ফিরেছেন তিনি। ২০১৯ সালে একা লড়ে অন্ধ্রে লোকসভার তিনটি আসনে জিতেছিল টিডিপি। বাকি ২২টি পেয়েছিল ওয়াইএসআর কংগ্রেস। বিধানসভায় জগনের দল ১৫১টিতে জয় পায়। চন্দ্রবাবুর ঝুলিতে গিয়েছিল মাত্র ২৩টি।





spot_img

Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...