Sunday, November 9, 2025

বুধে রাজ্যে অমিত শাহ, ‘নিরাপদ’ কেন্দ্র বালুরঘাটে প্রচার

Date:

Share post:

লোকসভা নির্বাচনের প্রচারে বুধবার রাজ্যে প্রথমবার আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। উত্তরের জেলার মধ্যে অপেক্ষাকৃত ‘নিরাপদ’ বালুরঘাট (Balurghat) কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে প্রচার করেন তিনি। সকাল ১০টায় বালুরঘাট কেন্দ্রের বুনিয়াদপুরের পতরায় সভা করবেন তিনি। প্রথম ও দ্বিতীয় দফায় যে সব কেন্দ্রে নির্বাচন তার মধ্যে একাধিক লোকসভা বিজেপির দখলে থাকলেও প্রথম জনসভার জন্য প্রার্থী ঘোষণার দিক থেকে সবথেকে নিরাপদ জায়গায় থাকা সুকান্ত মজুমদারের কেন্দ্রকেই বেছে নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister)।

রাজ্যে লোকসভা নির্বাচনে প্রার্থী ঘোষণার পরে প্রবল অসন্তোষের মুখে পড়ে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও সমস্যার সমাধান করতে হয় বলে বিক্ষুব্ধ নেতারাই দাবি করেন। উত্তরের একাধিক জেলা ও লোকসভা আসন বিজেপির দখলে থাকলেও এই নির্বাচনে সেখানেও প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল কেন্দ্রীয় নেতৃত্বকে লজ্জার মধ্যে ফেলে দিয়েছে। এখনও দুই কেন্দ্রে প্রার্থীই দিতে পারেনি কেন্দ্রের শাসকদল। এর মধ্যে অপেক্ষাকৃত ঝামেলামুক্ত কেন্দ্র কোচবিহার, জলপাইগুড়ি ও বালুরঘাট। তার মধ্যে কোচবিহার ও জলপাইগুড়িতে সভা করে গিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। তাই পরবর্তী নিরাপদ কেন্দ্র বালুরঘাটকেই বেছে নিয়েছেন অমিত শাহ।

মঙ্গলবার অসমে নির্বাচনী প্রচারে ব্যস্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অসমের লখিমপুরের সভা থেকে এদিন অবশ্য সিএএ-এনআরসি (CAA-NRC) নিয়ে কোনও বার্তা দেননি তিনি। অরুনাচল প্রদেশের ৩০টি শহরের নাম বদলে চিনের মুখপাত্র ঘোষণা করে দেওয়ার পরও সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি মোদি জমানায় এক ইঞ্চি জমিও দখল করতে পারেনি চিন। বুধবার CAA-NRC নিয়ে বাংলায় কী বার্তা দেন অমিত শাহ তারই অপেক্ষা।

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...