ইদের (Eid) সকালে রেড রোডের অনুষ্ঠান মঞ্চ থেকে একতার বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।বৃহস্পতিবার ইদের নামাজে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মুখ্যমন্ত্রীর (CM) কথার শেষে মাইক্রোফোন হাতে তুলে নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে দেখা যায় তাঁকে। বিভাজনের রাজনীতির বিরুদ্ধে একতার বার্তা দেওয়ার পাশাপাশি নিজের বক্তব্যে হিন্দি শায়েরী উদ্ধৃত করে কেন্দ্রে পরিবর্তনের ডাক দেন অভিষেক।

অন্যান্য বছরের মতো এবারও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ইদের অনুষ্ঠানে সামিল হন। অভিষেক মঞ্চে বক্তব্য রাখতে শুরু করা মাত্রই উল্লাসে ফেটে পড়েন উপস্থিত জনতা। অভিষেক বলেন “জল, হাওয়া, নিশ্বাস-প্রশ্বাস হিন্দু-মুসলিম ভেদাভেদ করতে জানেনা। খুশির ঈদে সকলে আনন্দ করুন। যাঁরা ভাইয়ে ভাইয়ে বিভেদ তৈরি করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে আপনারা সবাই মিলে এক হয়ে তা রুখে দেবেন।” মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তিনিও নাম না করেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হন। অভিষেক বলেন, ‘সরকার আসলে ভাড়াটে,আসল মালিক হল জনতা। তাই তাঁরাই নির্ধারণ করবেন কারা থাকবেন আর কারা বিদায় নেবেন।’ একসঙ্গে লড়াই করলে কখনই ভাঙ্গন ধরানো যাবে না তাই সম্প্রীতির নজির গড়া বাংলার প্রতিটি মানুষকে একতার বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন মঞ্চে বেশ কয়েকটি হিন্দি শায়েরী বলতে শোনা যায় অভিষেককে। একদিকে সম্প্রীতি রক্ষা করার কথা অন্যদিকে কেন্দ্রে বিজেপি সরকার পরিবর্তনের ডাক দিয়ে অভিষেক বলেন, ‘অন্ধকার পেরিয়ে সূর্য উঠবেই, এবার যাই হয়ে যাক না কেন, দেশ বদলাবেই।’
