Wednesday, January 14, 2026

নির্মলের সমর্থনে প্রচারে বেরিয়ে চা শ্রমিকদের ঘরের মেয়ে হয়ে গেলেন বীরবাহা

Date:

Share post:

আগামী ১৯ এপ্রিল গোটা দেশের সঙ্গে বাংলাতেও প্রথম দফার লোকসভা ভোট ও অনুষ্ঠিত হবে। এই পর্বে এ রাজ্যের তিনটি আসন, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোট গ্রহণ হবে। চলছে একেবারে শেষল্যাপের প্রচার পর্ব।

আজ পবিত্র ইদের দিন সকালেই উত্তরবঙ্গের চা বাগানে ঘুরে ঘুরে প্রচার করলেন রাজ্যের উপভোক্তা পরিসেবা, স্বনির্ভর গোষ্ঠী উন্নয়ন এবং বন দফতরের প্রতিমন্ত্রী তথা আদিবাসীদের মুখ বীরবাহা হাঁসদা। এদিন তিনি মাল ব্লকের বিভিন্ন চা বাগানে ঘুরে ঘুরে শ্রমিকদের কাছে পৌঁছে যান। তাঁদের অভাব, অভিযোগের কথা শোনেন। মন্ত্রী বীরবাহা হাঁসদার সঙ্গে ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বরাইক সহ অন্যান্যরা।

মালবাজার শহর সংলগ্ন গুরজংঝোড়া চা বাগানে পাতা ওজন করার সময় মহিলা শ্রমিকদের সঙ্গে কথা বলেন বীরবাহা। জলপাইগুড়ি কেন্দ্রের দলীয় প্রার্থী নির্মল চন্দ্র রায়কে ভোট দেওয়া অনুরোধ করেন। এরপরে তিনি চলে যান মাল নদী ও মিনগ্লাস চা বাগানে। সেখানে স্থানীয় চা-শ্রমিকদের বাড়ি বাড়ি যান। কচিকাঁচাদের সঙ্গে খুনসুঁটি করেন। চা বাগানের আদিবাসী শ্রমিক পরিবারদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিভিন্ন প্রকল্প তুলে ধরে বিজেপির ভাওতাবাজির কথা বলেন। মহিলা শ্রমিকদের কাছে জানতে চান লক্ষীর ভান্ডার সহ অন্যান্য সুবিধা পান কী না?এরপর বীরবাহা চলে যান কালিম্পং জেলা লাগোয়া বাগরাকোট গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন চাবাগানে। সেখানে প্রচার শেষে চলে আসেন ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাথর ঝোড়া চা বাগানে। শ্রমিক মহল্লায় ঘুরে ঘুরে দলের পক্ষে প্রচার করেন তাঁরা।

 

spot_img

Related articles

বেঁচে থেকেও মারা গিয়েছেন ৯৭ জন! অভিষেকের তুলে ধরা ‘ভূতেদের’ তথ্য ফাঁস

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, যেখানেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছেন, সেখানেই উঠে এসেছেন ‘ভূতেরা’ (dead...

বিজেপির হাজার হাজার মানুষের নাম বাদের ষড়যন্ত্র: কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় এসআইআর প্রক্রিয়ার সাম্প্রতিক ধাপে ইআরও থেকে বিএলও স্তরে দ্রুত কাজ শেষের নির্দেশ দিয়েছে সিইও দফতর। আর সেই...

মকরস্নানে ভিড় সাগরে, দক্ষ হাতে গঙ্গাসাগর সামলাচ্ছেন মন্ত্রী অরূপ

বুধবার মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমে মুখর হয়ে ওঠে সাগরসঙ্গম। ভোররাত থেকেই শুরু হয় মকরস্নান,...

২-২৩ মার্চ উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষা! কড়া গাইডলাইন সংসদের

উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনক্ষণ ঘোষণা। উচ্চ মাধ্যমিকের প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি নেওয়া হবে ২ মার্চ থেকে ২৩...