পান্ডুয়ায় প্রচারে বেরিয়ে ইদের শুভেচ্ছা বিনিময় রচনার

এক মাস রমজান মাস পালনের পর আজ পালিত হচ্ছে খুশির ইদ। পবিত্র ইদের দিন সকাল সকাল ভোট প্রচার ও জনসংযোগে হুগলি তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন পান্ডুয়ায় ইদের একটি। অনুষ্ঠানে যোগ দিলেন রচনা।

পান্ডুয়া কলবাজার জিটি রোডে ইদের নামাজ শুরু হয় সকাল সাড়ে সাতটা থেকে। যুগ যুগ ধরে কলবাজারে জিটি রোডের নামাজে এলাকার মুসলিম ধর্মপ্রান মানুষ একত্রে নামাজ পড়েন। পান্ডুয়া মারকাস মসজিদের সামনে জি টি রোডে হয় এই নামাজ। সেখানেই হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ইদের উৎসবে যোগ দেন। তাঁকে ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

রচনাও উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আজ পবিত্র ইদ, খুব আনন্দের দিন। ভালো লাগছে সবার সঙ্গে ইদ মোবারক করতে পারছি। এত সুন্দর আয়োজন কলকাতার রেড রোডে দেখেছি আর এই পান্ডুয়ায় দেখলাম। এত সুন্দর পরিবেশে আজ আকাশও সাথ দিয়েছে।”