Sunday, August 24, 2025

কমিশনের শর্ত মেনেই উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাল রাজ্য

Date:

Share post:

নির্বাচনের বিধি মেনেই ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি মেরামতির টাকা পাঠাল রাজ্য। বিপর্যয় মোকাবিলা দফতরের মাধ্যমে এই টাকা পাঠিয়েছে রাজ্য। কমিশনের নির্দেশ মেনেই বৃহস্পতিবার থেকে বাড়ি মেরামতির টাকা পাঠানোর কাজ শুরু করেছে প্রশাসন। ক্ষতিগ্রস্ত ৬৩২ টি পরিবারের মধ্যে ৪৪০ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে ২০ হাজার টাকা। প্রশাসনের উদ্যোগে ২০ হাজার টাকা করে পেলেও, ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, ঘর তৈরির জন্য প্রয়োজন আরও টাকা। নির্বাচন কমিশন জানিয়েছিল, বাড়ি মেরামতির জন্য আর্থিক সাহায্য করতে পারে রাজ্য। অল্প ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য ৫ হাজার এবং বেশি ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য ২০ হাজার টাকা।

সেই শর্ত মেনেই পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিশনের ৯-এর “এ” নিয়ম মেনেই এই টাকা পাঠানো হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।দিনকয়েক আগে কয়েকমুহূর্তের ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছিল জলপাইগুড়ি, ময়নাগুড়ির বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে রাতেই ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাত জেগে উদ্ধার কাজ তদারকি করেছিলেন। তিনি সেদিনই জানান, ঘরহারাদের বাড়ি তৈরি করে দেওয়া হবে। কিন্তু যেহেতু এই মুহূর্তে রাজ্যে নির্বাচনী আচরণবিধি জারি রয়েছে তাই দুর্গতদের রাজ্য সরাসরি বাড়ি তৈরি করে দিতে পারে না। কমিশনের কাছে অনুমতি প্রয়োজন। কিন্তু সেই অনুমতি দেয়নি কমিশন। নির্বাচন কমিশন জানায়, রাজ্য আপাতত নতুন বাড়ি তৈরি করে দিতে পারবে না। তবে বাড়ি মেরামতির জন্য আর্থিক সাহায্য করতে পারে। অল্প ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য ৫ হাজার এবং বেশি ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য ২০ হাজার টাকা।




 

 

spot_img

Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...