Wednesday, November 12, 2025

কমিশনের শর্ত মেনেই উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাল রাজ্য

Date:

Share post:

নির্বাচনের বিধি মেনেই ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি মেরামতির টাকা পাঠাল রাজ্য। বিপর্যয় মোকাবিলা দফতরের মাধ্যমে এই টাকা পাঠিয়েছে রাজ্য। কমিশনের নির্দেশ মেনেই বৃহস্পতিবার থেকে বাড়ি মেরামতির টাকা পাঠানোর কাজ শুরু করেছে প্রশাসন। ক্ষতিগ্রস্ত ৬৩২ টি পরিবারের মধ্যে ৪৪০ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে ২০ হাজার টাকা। প্রশাসনের উদ্যোগে ২০ হাজার টাকা করে পেলেও, ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, ঘর তৈরির জন্য প্রয়োজন আরও টাকা। নির্বাচন কমিশন জানিয়েছিল, বাড়ি মেরামতির জন্য আর্থিক সাহায্য করতে পারে রাজ্য। অল্প ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য ৫ হাজার এবং বেশি ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য ২০ হাজার টাকা।

সেই শর্ত মেনেই পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিশনের ৯-এর “এ” নিয়ম মেনেই এই টাকা পাঠানো হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।দিনকয়েক আগে কয়েকমুহূর্তের ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছিল জলপাইগুড়ি, ময়নাগুড়ির বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে রাতেই ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাত জেগে উদ্ধার কাজ তদারকি করেছিলেন। তিনি সেদিনই জানান, ঘরহারাদের বাড়ি তৈরি করে দেওয়া হবে। কিন্তু যেহেতু এই মুহূর্তে রাজ্যে নির্বাচনী আচরণবিধি জারি রয়েছে তাই দুর্গতদের রাজ্য সরাসরি বাড়ি তৈরি করে দিতে পারে না। কমিশনের কাছে অনুমতি প্রয়োজন। কিন্তু সেই অনুমতি দেয়নি কমিশন। নির্বাচন কমিশন জানায়, রাজ্য আপাতত নতুন বাড়ি তৈরি করে দিতে পারবে না। তবে বাড়ি মেরামতির জন্য আর্থিক সাহায্য করতে পারে। অল্প ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য ৫ হাজার এবং বেশি ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য ২০ হাজার টাকা।




 

 

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...