Wednesday, December 31, 2025

বাংলায় এসেও যাননি মোদি! বিধ্বস্ত বার্নিশে মমতার পরে যাচ্ছেন অভিষেক, ধূপগুড়িতে রয়েছে সভাও

Date:

Share post:

আচমকা মিনি টর্নেডোয় জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকা লন্ডভন্ড হয়ে যায়। দুর্যোগের রাতেই সেখানে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মধ্যরাতেই যান গ্রাউন্ড জিরোয়। এবার ঘূর্ণঝড়ে বিধ্বস্ত বার্নিশ পরিদর্শনে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার জলপাইগুড়ি কেন্দ্রের দলীয় প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে ধূপগুড়িতে (Dhupguri) সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দুপুরে ধূপগুড়ি বিধানসভার ঝুমুরে সভা সেরে ঝড় বিধ্বস্ত বার্নিশ এলাকায় যাবেন তিনি।

জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপ জানান, “ধূপগুড়ির সভা শেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বার্নিশ গ্রামে আসবেন। সেখানকার দুর্গত মানুষের সঙ্গে অভিষেক। বিকেল চারটে থেকে ৬টা পর্যন্ত অভিষেকের বার্নিশ সফরের জন্য অনুমতি নেওয়া হয়েছে ৷ সভা শেষ করেই আমরা প্রার্থীকে নিয়ে বার্নিশে চলে আসব।”

কয়েক মিনিটের মিনি টর্নেডোয় তছনছ হয়ে গিয়েছে জলপাইগুড়ির বেশ কয়েকটি এলাকা ৷ ঘটনার পর জলপাইগুড়িতে নির্বাচনী প্রচার করতে এসেও বিপর্যস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা না করে শুধু রাজনৈতিক বক্তৃতা দিয়েই ফিরে গিয়েছেন তিনি৷ অথচ সেই ঝড়ের রাতেই বিধ্বস্ত এলাকায় গিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। পরের দিন গিয়েছিলেন অভিষেকও। তবে, তিনি হাসপাতালে ভর্তি আহত ও তাঁদের পরিবারের লোকের সঙ্গে দেখা করেন তিনি। এবার ঝড় বিধ্বস্ত বার্নিশে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।




spot_img

Related articles

নিরাপত্তা উদ্বেগে সুন্দরবনের দু’টি সেতুর জরুরি সংস্কারে ছাড়পত্র রাজ্যের

নিরাপত্তাজনিত উদ্বেগের প্রেক্ষিতে সুন্দরবনের দু’টি গুরুত্বপূর্ণ সেতুর জরুরি সংস্কার ও মেরামতির পরিকল্পনায় অনুমোদন দিল রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রে...

রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী: স্বরাষ্ট্র সচিব জে পি মীনা

মহিলা মুখ্যমন্ত্রীর পর এবার রাজ্য পাচ্ছে প্রথম মহিলা মুখ্য সচিব। মনোজ পন্থের মেয়াদ শেষে স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীকে...

ভোটারদের হেনস্থা নিয়ে কমিশনকে কড়া বার্তা, জনস্বার্থ মামলায় হুঁশিয়ারি দেশ বাঁচাও গণমঞ্চের

এসআইআর নিয়ে এত তাড়াহুড়ো কীসের? কোন রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করছেন আপনারা? কোনও নিয়মনীতির বালাই নেই। যখন-তখন...

দেশের ‘সবচেয়ে পরিছন্ন শহর’ ইন্দোরে জলবাহিত রোগে মৃত ৭, আক্রান্ত হাজারের বেশি

দূষিত জল খেয়ে গুরুতর অসুস্থ ইন্দোরের হাজার খানেক বাসিন্দা। ইতিমধ্যেই ৭জনের মত্যুর খবর মিলেছে। ভারতের 'সবচেয়ে পরিছন্ন শহর'...