লোকসভা নির্বাচনের (Loksabha Election)প্রথম দফা শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। গত সপ্তাহে উত্তরবঙ্গে টানা প্রচার ফেলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী(CM)। দুদিনের জন্য কলকাতায় ফিরেছিলেন। ইফতার ও ইদের নামাজে অংশগ্রহণের পর আজ থেকে ফের উত্তরবঙ্গে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পূর্ব নির্ধারিত সূচি ভেঙ্গেই ১২ থেকে ১৬ এপ্রিল সেখানে ভোটের প্রচার করবেন তিনি। শুক্রবার দিনহাটা ও আলিপুরদুয়ার (Dinhata and Alipurduar) কেন্দ্রে নির্বাচনী সভা রয়েছে তৃণমূল সুপ্রিমোর।

উত্তরবঙ্গের লোকসভা ভোটের ফল ভাল করতে মরিয়া তৃণমূল কংগ্রেস। গত লোকসভা নির্বাচনে যে সিট হাত ছাড়া হয়েছিল তা ফিরিয়ে আনতে মমতা- অভিষেক দুজনেই উত্তরবঙ্গে একের পর এক সভা করছেন। দলনেত্রী প্রথমে কোচবিহারের দিনহাটা সংহতি ময়দানে বেলা ১২টায় জনসভা করবেন। তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে ওই সভার আয়োজন করা হয়েছে। দুপুর একটা নাগাদ আলিপুরদুয়ার কেন্দ্রের কালচিনিতে ইউথ অর্ডার ক্লাব গ্রাউন্ড- এর মাঠে প্রার্থী প্রকাশ চিক বরাইকের সমর্থন দ্বিতীয় সভা করতে চলেছেন মমতা। কেন্দ্রীয় বঞ্চনার পাশাপাশি নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট আচরণ, প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত জলপাইগুড়িতে সহায় সম্বলহীন মানুষদের বাড়ি তৈরিতে অনুমতি না দেওয়া, কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলছে রাজনৈতিক মহল।

অসমর্থিত সূত্রের খবর উত্তরবঙ্গের এই প্রচারের পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট বালুরঘাট। গত ৬ এপ্রিল তপনের সভা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার ১৮, ২১ ও ২২ এপ্রিল বালুরঘাট, বুনিয়াদপুর এবং কুমারগ্রামে তিনটি সভা করবেন দলনেত্রী। এর পাশাপাশি বালুরঘাটে একটি রোড শো-ও করবেন বলেও নবান্নে সূচি তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত আপডেট মেলেনি।
