Thursday, November 13, 2025

ফের খোলস ছাড়ছে “জাত গোখরো”! পয়লা বৈশাখ থেকে উত্তরবঙ্গে বিজেপির প্রচারে মিঠুন

Date:

Share post:

রাজনীতির ময়দানে বেশ কয়েক মাস আত্মগোপন করে থাকার পর ফের খোলস ছেড়ে বেরোচ্ছে বঙ্গ বিজেপির “জাত গোখরো” অভিনেতা মিঠুন চক্রবর্তী। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এবার লোকসভা ভোটের প্রচারে নামছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। উত্তরবঙ্গ দিয়ে প্রচার অভিযান শুরু করছেন মিঠুন চক্রবর্তী। আগামী রবিবার, ১৪ এপ্রিল অর্থাৎ বাংলা নববর্ষের প্রথমদিন পয়লা বৈশাখ থেকে শুরু করে টানা তিন দিনের উত্তরবঙ্গ সফরে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে দলীয় প্রার্থীর সমর্থনে রোড-শো এবং সভা করবেন মিঠুন। সাংগঠনিক বৈঠকে কর্মী সমর্থকদের “ভোকাল টনিক” দিতে বলা হয়েছে। উত্তরবঙ্গে প্রচারে প্রথম দফায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, মনোজ টিগ্গা এবং জয়ন্ত রায়ের সমর্থনে জনসভা, রোড শো-সহ একাধিক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন মিঠুন।

২০১৯ লোকসভা ভোটে উত্তরবঙ্গের ৭টি আসনই নিজেদের দখলে নিয়েছিল বিজেপি। গোটা রাজ্যেও মোটের উপর সন্তোষজনক ফলাফল করেছিল। জিতেছিল মোট ১৮টি আসন। এবারও উত্তরবঙ্গে নিজেদের রাজনৈতিক জমি ধরে রাখতে এখন মরিয়া গেরুয়া শিবির। আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভোট। ইতিমধ্যেই উত্তরবঙ্গে ভোট প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মিঠুন চক্রবর্তীর সঙ্গে যেহেতু বাংলার আবেগ জড়িয়ে রয়েছে, তাই সেই আবেগকেই ছুঁতে মিঠুনকে শেষ বেলায় ভোট প্রচারে নামিয়ে ঝড় তুলে বাজিমাত করতে চাইছে পদ্ম শিবির।

 

 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...