Friday, November 14, 2025

ধূপগুড়ি মহকুমার কথা রেখেছেন, এবার জোড়া সেতুর প্রতিশ্রুতি অভিষেকের

Date:

Share post:

কথা দিয়ে কথা রাখেন। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সম্পর্কে একথা এখন জেনে গিয়েছেন বাংলার মানুষ। গত সেপ্টেম্বরে ধূপগুড়িতে গিয়ে কথা দিয়েছিলেন মহকুমা হবে। সেই কথা রেখে রাজ্য সরকার। শুক্রবার, ধূপগুড়িতে দলীয় প্রার্থী নির্মলচন্দ্র রায়ের (Nirmalhcnadra Ray) সমর্থনে জনসভা থেকে জলপাইগুড়িতে জোড়া সেতু করার প্রতিশ্রুতি দেন  অভিষেক (Abhishek Banerjee)। জানান, নির্বাচন শেষ হওয়ার পরেই মেখলিগঞ্জ ও মালে সেতু করে দেবে সরকার। একই সঙ্গে ধূপগুড়ির হাসপাতালকে মহকুমা হাসপাতাল করার কথাও জানান তিনি।

অভিষেক বলেন, গত বছর সেপ্টেম্বরের ২ তারিখ এসেছিলাম। স্থানীয়রা ধূপগুড়ির বাসিন্দারা মহকুমা চেয়েছিল। আমি কথা দিয়েছিলাম ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ নিয়ে সেটা করে দিয়েছেন। আইনি জট কাটিয়ে ১৯ জানুয়ারি ধূপগুড়ি তো মহকুমা হয়েছে। আমরা এটা মহকুমা করেছিলাম যাতে উন্নততর পরিষেবা দেওয়া যায়। সেই কারণে ধূপগুড়ি হাসপাতাল মহকুমা হাসপাতাল করব। নির্বাচনের জন্যে এখন কাজ করা যাচ্ছে না। নির্বাচন শেষ হলে ৩ মাসের মধ্যে ১০০ বেডের করে দেব। অভিষেকের কথায়, কথা দিয়ে কথা রাখাই তৃণমূলের গ্যারান্টি।

এর পরেই তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, এর আগে তিনি যখন উত্তরে আসেন, তাঁকে তখন কয়েকজন সেতু তৈরির প্রয়োজনীয়তার কথা জানান। এদিনের মঞ্চ থেকে অভিষেক ঘোষণা করেন, নির্বাচন শেষ হওয়ার পরে মেখলিগঞ্জ ও মালে সেতু হবে। জানান, ২০ কোটি হলদিবাড়ি মেখলিগঞ্জে একটি ব্রিজ তৈরি হবে। নির্বাচনের ৬ মাসের মধ্যে কাজ শুরু হবে। নির্মল দা জিতবে। তাঁর হাত ধরে ব্রিজ হবে। এর পাশাপাশি, মাল এলাকায় ১৫০ কোটি টাকা ব্যায়ে আরও একটি সেতু তৈরি করে দেবে রাজ্য সরকার।



spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...