Tuesday, August 26, 2025

৩ শতাংশ রাজনৈতিক অভিযুক্ত: বিরোধীদের তো.পের মুখে মোদির ED-সাফাই

Date:

Share post:

কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগে গোটা দেশে একজোট বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। কীভাবে কেন্দ্রের তিন এজেন্সি বিরোধী রাজনৈতিক নেতাদের রীতিমত টার্গেট করে গ্রেফতার করা হচ্ছে, সেই সব তথ্য যখন প্রকাশ্যে তুলে ধরা হচ্ছে তখনই এজেন্সি (Agency) সাফাই দিতে মঞ্চে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর দাবি দেশের মাত্র ৩ শতাংশ রাজনৈতিক ব্যক্তি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর মামলায় অভিযুক্ত। বাকি ৯৭ শতাংশ সাধারণ অপরাধী বা আধিকারিক। যদিও বিরোধী রাজ্যগুলিতে রাজনৈতিক নেতা থেকে মুখ্যমন্ত্রীরা কেন্দ্রীয় এজেন্সির নিশানায় বিশেষত নির্বাচনের আগে।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren) থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal), দক্ষিণে বিআরএস বিধায়ক কে কবিতার (K Kavitha) মতো শীর্ষ স্থানীয় নেতার গ্রেফতারিকে বিরোধী জোটের পক্ষ থেকে কেন্দ্রীয় এজেন্সি (central agency) দিয়ে বিজেপির দমননীতির কালো অধ্যায় বলে দাবি করা হয়েছে। বাংলাতেও রাজ্যের মন্ত্রীরদের গ্রেফতারি ও লাগাতার তাঁদের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি, বিশেষত ইডি-র হানা যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়েছে। ইডি-র নিয়ন্ত্রনাধীন সব মামলাতেই কোনও না কোনওভাবে তৃণমূলের নেতা থেকে সাধারণ কর্মীদের গ্রেফতারিও লাগাতার চলছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা কীভাবে বিজেপির ষড়যন্ত্রে সম্ভব হচ্ছে তা প্রমাণ সহ নির্বাচন কমিশনে তুলে ধরেছে তৃণমূল। কাঠগড়ায় তোলা হয়েছে ইডি-র আধিকারিক ধনরাম সিং-কে।

এরপরই প্রকাশ্যে সাফাই দেওয়ার তৎপরতা স্বয়ং নরেন্দ্র মোদির। তাঁর দাবি, ইডি-র তত্ত্বাবধানে থাকা দুর্নীতি মামলায় ৩ শতাংশ মানুষ রাজনীতির সঙ্গে যুক্ত। একদিকে যখন বাংলা সহ বিজেপি বিরোধী দল শাসিত সব রাজ্যে ছোট বড় সব মামলা তুলে দেওয়া হচ্ছে ইডি-র হাতে তখন মামলার অভিযুক্ত হিসাবেও সামনে আনা হচ্ছে বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরকে। বিজেপি নেতাদের নাম এলে সেই মামলা দীর্ঘদিনের জন্য ঠাণ্ডাঘরে চলে যাচ্ছে, এমনটাই অভিযোগ বিরোধীদের। সেখানে নরেন্দ্র মোদি দাবি করছেন ৯৭ শতাংশ বিচার হচ্ছে আধিকারিক, বেআইনি ঋণদাতা বা ড্রাগ মাফিয়া।

 

spot_img

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...