Sunday, August 24, 2025

সন্দেশখালি বিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র: ‘ওঁদের ফুটো ভাঁড়’ তীব্র কটাক্ষ মমতার

Date:

Share post:

জলপাইগুড়ির ভোট প্রচারে গিয়ে বিজেপির জুমলা নিয়ে ফের সরব তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সন্দেশখালিকাণ্ডও যে বিজেপির অপপ্রচার, পরিকল্পিত ষড়যন্ত্র বুঝিয়ে দেন তিনি। একই সঙ্গে এবার উত্তরের ভোট তৃণমূলকে দেওয়ার আর্জি জানান তিনি। কারণ, মমতার কথায়, উন্নয়নের কাজ তৃণমূল সরকারই করে।

শনিবার, ফুলবাড়ি দলীয় প্রার্থী নির্মলচন্দ্র রায়ের (Nimalchandra Ray) সমর্থনে প্রচার সভা থেকে সন্দেশখালিকাণ্ড নিয়ে মমতা বলেন, “ভোটের আগে একটা ছোট্ট ‘সন্দেশ’ পেয়েছিল। ওখানে কোনও খুনও হয়নি। যা হয়েছিল, মিটিয়ে দিয়েছি। সব ফিরিয়ে দিয়েছি। আমাদের লোককে আমরা গ্রেফতার করেছি। ওটা বিজেপির প্ল্যান করে করা গোলমাল“।

নরেন্দ্র মোদির ১৫ লক্ষের প্রতিশ্রুতি নিয়েও বিজেপিকে তীব্র খোঁচা দিলেন মমতা। বলেন, “আগের বার এসে বলল, ১৫ লাখ অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। এক লাখও দিয়েছে? আসলে ওঁদের ফুটো ভাঁড়।“

দীর্ঘ দিন ধরে ভোটগ্রহণ চলা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা (Mamata Banerjee)। বলেন, “তিন মাস ধরে ভোট কখনও শুনেছেন? পাঁচ বছরের সরকার তিন মাস লোকসভা ভোট, তিন মাস বিধানসভা ভোট, এক মাস পঞ্চায়েত। একটা বছর চলে গেল ভোট করতে। তাহলে কাজ হবে কবে?“

রাজ্য সরকারের উন্নয়ন সবত্র সমানভাবে পৌঁছনোর পরেও উত্তরের ভোটবাক্স আশা জাগাতে পারেনি রাজ্যের শাসকদলকে। সেই প্রসঙ্গে সভা মঞ্চ থেকে কিছুটা দুঃখপ্রকাশ করেন মমতা। প্রশ্ন করলেন, ”তৃণমূল কী দোষ করেছিল যে পাহাড়, জঙ্গলমহল কোথাও আসন পেল না?” এর পর উন্নয়নমূল কাজের খতিয়ান তুলে ধরে তৃণমূল সভানেত্রীর আবেদন, ”ভোটটা দয়া করে আর বিজেপিকে দেবেন না। কাজটা করে তৃণমূলই।”

মমতা জানান, ”গত ১৩-১৪ দিন ধরে আমি উত্তরবঙ্গেই আছি। এখানেই থাকব এখন। ১৭ তারিখ পর্যন্ত আপাতত আছি। সে দিন অসমে যাব।”





spot_img

Related articles

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...