আগামী সোমবার আইএসএল -এর পরবর্তী ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। আইএসএলে লিগ-শিল্ড জয়ের পথে মোহনবাগানের সামনে বাধা শুধু মুম্বই। সোমবার লিগ পর্বের শেষ ম্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বই সিটিকে হারালেই স্বপ্নপূরণ হবে সবুজ-মেরুনের। প্রথমবার লিগ-শিল্ড জয়ের হাতছানি মোহনবাগানের সামনে। ২১ ম্যাচে ৪৭ পয়েন্ট মুম্বইয়ের। সমসংখ্যক ম্যাচে ৪৫ পয়েন্ট সবুজ-মেরুনের। জেতা ছাড়া কোনও রাস্তা নেই বাগানের। জিতলে শুধু লিগ-শিল্ড নয়, সরাসরি প্রথম দুইয়ে থেকে আইএসএলের সেমিফাইনাল খেলারও ছাড়পত্র পাবেন দিমিত্রি পেত্রাতোসরা। আর এই ম্যাচের জন্য টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নিল সবুজ-মেরুন শিবির। আজ, শনিবার অফলাইনে ৫০ ও ১০০ টাকা মূল্যের টিকিট যুবভারতী ও মোহনবাগান মাঠ থেকে বিক্রি করা হবে।

মুম্বইকে চাপে রাখতে যুবভারতী ভরানোর উদ্যোগ নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। ৬০ হাজার টিকিট ছাড়া হয়েছে গ্যালারি ফুল হাউস রাখতে। ন্যূনতম টিকিটের দাম ৫০, ১০০ টাকা রাখা হয়েছে। আজ শনিবার সকাল দশটা থেকে সন্ধে সাড়ে ছ’টা পর্যন্ত এবং রবিবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত মোহনবাগান ক্লাব থেকে অফলাইন টিকিট পাওয়া যাবে। এছাড়াও যুবভারতী থেকে টিকিট মিলবে।

মনবীর সিং, জনি কাউকোরা মুম্বই ম্যাচে যুবভারতী ভরানোর ডাক দিয়েছেন। কাউকো বলেছেন, ‘‘সমর্থকদের একটাই কথা বলব, আপনারা সোমবার মাঠে আসুন। যুবভারতীকে সবুজ-মেরুন রঙে রাঙিয়ে দিন। আমাদের সমর্থন করুন। আমরা শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব। প্রথমবার লিগ-শিল্ড জিতে সমর্থকদের আনন্দ দিতে চাই।’’ স্বস্তির খবর, মুম্বই ম্যাচে সবুজ-মেরুনের ডাগ আউটে সম্ভবত থাকবেন হেড কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তিনি অনেকটাই সুস্থ। আজ শনিবার দলের অনুশীলনেও থাকতে পারেন।

আরও পড়ুন- আজ ঘরের মাঠে সমর্থকদের সামনে আইলিগের ট্রফি হাতে তুলবেন ডেভিডরা