শুভেন্দুর জেলায় অভিষেকের গুরুত্বপূর্ণ বৈঠক, কোন বার্তা সেনাপতির?

দলীয় নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করতে আজ হলদিয়া আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। ১৫ এপ্রিল দুপুরে হলদিয়ায় বৈঠক করবেন তিনি।

দেবাংশু ভট্টাচার্য যে কেন্দ্রের প্রার্থী, সেই তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল নেতৃত্বকে নিয়েই আজ বৈঠক করবেন অভিষেক। তমলুক কেন্দ্রের সাতটি বিধানসভা এলাকার প্রায় দেড়শো তৃণমূল নেতা এই বৈঠকে হাজির থাকবেন।

জানা গিয়েছে, নির্বাচন কমিটির ১০১ জন সদস্য সহ মোট শ’দেড়েক তৃণমূল নেতা এই বৈঠকে ডাক পেয়েছেন। লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসাবেই তমলুক কেন্দ্রের তৃণমূল নেতৃত্বদের সঙ্গে বৈঠক করবেন দলের সেনাপতি। তারই শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে আজ দিনভোর। চলছে দলের সাংগঠনিক প্রস্তুতিও।
এরই পাশাপাশি , ১৫ এপ্রিল কোচবিহারের রাসমেলার মাঠ ও বীরপাড়ায় কর্মসূচি দলনেত্রীর। ১৬ এপ্রিল ময়নাগুড়িতে সভা। ফিরে শিলিগুড়িতে প্রচার মিছিল। ১৭ এপ্রিল বাগডোগরা থেকে অসমে যাবেন। ১৮ ও ১৯ এপ্রিল উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে কর্মসূচি। তার পরে ইসলামপুর, হরিরামপুর হয়ে মালদহে যাবেন। মাঝে তাঁর মেদিনীপুরেও সফর করে আসার কথা।

আরও পড়ুন- নববর্ষে গৌরী বাড়িতে ভীম নাগের নতুন শাখা মিষ্টিপ্রেমীদের নতুন উপহার