Sunday, August 24, 2025

কলকাতায় বাড়বে ‘অস্বস্তি’! দুই মেদিনীপুর-সহ ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস আলিপুরের

Date:

Share post:

গত সপ্তাহে কয়েকদিনের বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি মিলেছিল রাজ্যবাসীর। তাপমাত্রাও (Temperature) কমেছিল কয়েক ডিগ্রি। কিন্তু আবহাওয়া দফতরের (Weather office) পূর্বাভাস মতো ফের চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ (Temperature)। তার সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। সঙ্গে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস, সেটিও স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। আকাশ আংশিক মোঘলা থাকতে পারে।

তবে বৃষ্টির আপাতত কোনও পূর্বাভাস দিচ্ছে না আলিপুর আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে বিশেষ প্রয়োজন ছাড়া বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে না বের হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আর যদি একান্তই রোদে বেরতেই হয় তাহলে ছাতা, টুপি এবং সানগ্লাস ব্যবহার করতেও বলা হচ্ছে মানুষ। এছাড়া ডিহাইড্রেশন থেকে বাঁচতে বেশি করে জল খাওয়ার কথাও বলা হচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে নজর দিসে দেখা যাবে, সোমবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ারই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আহাওয়া দফতর। অন্যদিকে, মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে বাকি জেলায় শুষ্ক আবহাওয়ারই পূর্বাভাস দেওয়া হচ্ছে। তবে বুধবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে না আলিপুর আবহাওয়া দফতর। ফলে ওইদিন গরম বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

 

তবে হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গ মোটের ওপর শুষ্ক থাকলেও, উত্তরবঙ্গে কমবেশি বৃষ্টির পূর্বাভাস থাকছে। সেক্ষেত্রে সোমবার থেকেই দার্জিলিঙে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তবে আগামীকাল মঙ্গলবার উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। এরপর বুধবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা বাদে প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

spot_img

Related articles

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...

এশিয়া কাপের জন্যই দলীপের নেতৃত্বের প্রস্তাব ফিরিয়েছিলেন শ্রেয়স!

কয়েকদিন আগেই এশিয়া কাপের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নির্বাচকরা। কিন্তু সেই দলেই সুযোগ পাননি শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)।...