Saturday, December 6, 2025

আইপিএল-এর মাঝেই ধারাভাষ্যকার এবং ১০ ফ্র্যাঞ্চাইজিকে কড়া বার্তা দিল বোর্ড

Date:

Share post:

চলছে আইপিএল ২০২৪। আর তারই মাঝে দশ দল এবং ধারাভাষ্যকারদের কড়া বার্তা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ম্যাচ চলাকালীন মাঠ থেকে কেউ কোনও ভিডিও বা ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন না, এদিন এমনটাই জানাল বিসিসিআই। বোর্ডের বার্তাতে বলা হয়েছে, ম্যাচের দিন, ম্যাচ চলাকালীন স্টেডিয়াম থেকে কোনও ছবি বা ভিডিও নিজেদের সোশাল মিডিয়ায় পোস্ট করা যাবে না।

এই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা, সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, “আইপিএলের সম্প্রচার স্বত্ব পেতে স্টার স্পোর্টস ও ভায়াকম ১৮-কে অনেক টাকা দিতে হয়েছে বোর্ডকে। তাই তারা চাইছে না যে, খেলার কোনও ঘটনার ভিডিও বা ছবি অন্য কেউ পোস্ট করুন। ধারাভাষ্যকাররা কোনও ভিডিও বা ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন না। তবে ইনস্টাগ্রামে লাইভ করছেন বা মাঠের ছবি পোস্ট করার নজিরও রয়েছে। যদি দোষী সাব্যস্ত হন, তাহলে তাঁদের জরিমানা করা হবে। বোর্ড তাই সব ধারাভাষ্যকারকে নির্দেশ দিয়েছে, খেলার দিন মাঠ থেকে কোনও ভিডিও বা ছবি প্রকাশ করা যাবে না। কয়েকজন ক্রিকেটার খেলার দিনে নিজেদের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন। তাঁদেরও সেসব মুছে দিতে হয়েছে।

আসলে ঘটনার সূত্রপাত, কয়েকদিন আগে এক ধারাভাষ্যকার নিজের ধারাভাষ্য দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই পোস্ট ১০ লক্ষের বেশি দর্শক দেখেন। তারপরেই সেই ধারাভাষ্যকারকে ভিডিও মুছে দেওয়ার নির্দেশ দেয় বোর্ড। প্রথমে তিনি রাজি হননি না। অনেক বার অনুরোধ করার পরে তিনি সেই ভিডিও মুছে দেন। কোন ধারাভাষ্যকার এই কাজ করেছিলেন সেটি অবশ্য জানা যায়নি। এই ঘটনার পরেই কড়া হয়েছে বোর্ড। সম্প্রতি কয়েকজন ক্রিকেটার তাঁদের ছবি ম্যাচর দিন পোস্ট করেছেন। তাঁদেরকে ছবি সরিয়ে দেওয়ার অনুরোধও করা হয়েছিল। আবার একটি ফ্র্যাঞ্চাইজিকে ৯ লাখ টাকা জমিরামানাও করা হয়েছিল। লাইভ ম্যাচের ভিডিও ক্লিপ শেয়ার করেছিল তারা।

আরও পড়ুন- গতকাল চেন্নাইয়ের কাছে ম্যাচ হেরেও নজির গড়েছেন রোহিত


spot_img

Related articles

শনির সকালে দুর্ঘটনার কবলে অভিনেতা অনির্বাণ, বাসের সঙ্গে ধাক্কা ‘একেন বাবু’র গাড়ির

মহানগরীতে দুর্ঘটনার কবলে পড়লেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ চারু মার্কেটের কাছে তাঁর...

ভারতীয় সংবিধানের জনক আম্বেদকরের প্রয়াণ দিবসে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য

ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর, বাবাসাহেব বা ভারতীয় সংবিধানের জনক হিসাবে পরিচিত। ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস...

সংহতি দিবসে সোশ্যাল মিডিয়ায় একতার বার্তা বাংলার মুখ্যমন্ত্রীর 

সাম্প্রদায়িকতার আগুনে জ্বলছে দেশ, সম্প্রীতির মন্ত্রে দীক্ষিত হয়ে বাংলা থেকে লড়াইয়ের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।বাবরি মসজিদ...

কোচবিহারে তৃণমূলের মিছিলে আচমকা হামলা, অভিযোগের আঙ্গুল বিজেপির দিকে

কোচবিহার জেলার মাথাভাঙ্গা ১ ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের (TMC ) মিছিলে হামলা, অভিযোগের আঙুল বিজেপির (BJP)...