বাড়ির টাকা নিয়ে শুভেন্দুর ‘বিভ্রান্তকর’ পোস্ট! তথ্য দিয়ে সত্য প্রকাশ অভিষেকের

উত্তরের বিধ্বংসী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি করে দিতে চেয়েছিল রাজ্য প্রশাসন। কিন্তু সেই অনুমতি দেয়নি নির্বাচন কমিশন। তার বদলে বাড়ি মেরামতি বাবদ ক্ষতি অনুযায়ী, ৫ থেকে ২০ হাজার টাকা দিতে চেয়েছে। এই নিয়ে তীব্র প্রতিবাদ করেছেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, কমিশন না কি রাজ্যের প্রস্তাবে সায় দিয়ে আগেই টাকার দেওয়ার অনুমতি দিয়েছে। সোমবার, তমলুকে সাংগঠিক সভা শেষে এই মিথ্যাচারের পর্দা ফাঁস করেন অভিষেক। জানান, যিনি পোস্ট করেছেন তিনি বিষয়টি জানেন না, আর যাঁরা এই বিষয়ে প্রশ্ন করছেন তাঁরাও বিষয়টি বোঝেননি।

তৃণমূল (TMC) আগেই জানিয়েছিল, ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার পথে বাধা নির্বাচন কমিশন। বিষয়টি নিয়ে বিগত কয়েকদিনে লাগাতার সুর চড়িয়েছেন মমতা-অভিষেক। শুভেন্দুর দাবি, দুর্যোগ বিধ্বস্ত অবস্থায় ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা নেই। এই নিয়ে প্রশ্ন করা হলে, অভিষেক পাল্টা বলেন, যিনি টুইট করেছেন, তাঁকে প্রশ্ন না করে আমাকে করছেন কেন? তিনি বিষয়টি না বুঝে লিখেছেন। মিথ্যাচার করছেন বিরোধী দলনেতা। ব্যাখ্যা করে অভিষেক জানান, কমিশন শুধু ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতির জন্য কম ক্ষতিগ্রস্তদের ৫ হাজার ও বেশি ক্ষতিগ্রস্তদের ২০ হাজার টাকা দেওয়ার অনুমতি দিয়েছে। কিন্তু রাজ্য প্রশাসন দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে বাড়ি তৈরি করে দিতে চেয়েছে, কারণ, তাঁদের বাড়ি ধুলিস্যাৎ হয়ে গিয়েছে।






Previous articleরাজ্যের ঢালাও উন্নয়ন,অন্যরাও এবার তৃণমূলকে ভোট দেবেন:কুণাল
Next articleআইপিএল-এর মাঝেই ধারাভাষ্যকার এবং ১০ ফ্র্যাঞ্চাইজিকে কড়া বার্তা দিল বোর্ড