Wednesday, January 7, 2026

ইনস্টাগ্রামের ‘মহিলা’ সেজে নাবালিকাকে ব্ল্যাকমেলিং!অভিযুক্তের ৪ বছরের জেল, ৬ লক্ষ জরিমানা

Date:

Share post:

ইনস্টাগ্রামের সৌজন্যে মহিলা পরিচয় দিয়ে ব্ল্যাকমেলিং। কিন্তু শেষরক্ষা না! নাবালিকাকে ব্ল্যাকমেইল করতে গিয়ে পাকড়াও এক যুবক। দোষীর ৪ বছরের জেল হল, সঙ্গে ৬ লক্ষ টাকা জরিমানা।

এক্স হ্যান্ডেল পোস্টে কলকাতা পুলিশ বিষয়টি সামনে এনেছে। পুলিশ জানিয়েছে, মেয়েটি অষ্টম শ্রেণির ছাত্রী। বাড়ি,কালিম্পংয়ে। ইনস্টাগ্রামের মাধ্যমে ২০২২ সালে মেয়েটির আলাপ হয় এক মহিলার সঙ্গে। মহিলার ইনস্টাগ্রাম প্রোফাইল জানাচ্ছিল, তিনি সুইডেনের নাগরিক। নাবালিকার সঙ্গে এই মহিলার আলাপ ক্রমে গভীর হয়। নিজের কিছু ব্যক্তিগত ছবি ওই মহিলার সঙ্গে শেয়ার করে নাবালিকা। কিছুদিন পরে হঠাৎই ওই মহিলা জানান, তিনি আদৌ মহিলা নন। তিনি আসলে পুরুষ।


ওই যুবক তার সুইডেননিবাসী এক ঘনিষ্ঠ বান্ধবীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তিনি কিছুদিন ধরে ব্যবহার করছেন বান্ধবীর থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে। নাবালিকা তো সব শুনে হতভম্ব!

ওই অ্যাকাউন্ট থেকে শুরু হয় ব্ল্যাকমেলিং! হুমকি দেওয়া হয়, টাকা না দিলে ব্যক্তিগত ছবি ভাইরাল করা হবে সোশ্যাল মিডিয়ায়। এমনকী, ইনস্টাগ্রামে অ্য়াকাউন্টটি ব্লক করে দিয়েও রেহাই মিলছিল না। একাধিক আইডি থেকে চলছিল ব্ল্যাকমেলিং। শেষে আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে নাবালিকা।

এদিকে অভিযোগ পাওয়ার পর তৎপর হয় কলকাতা পুলিশ। ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, পকসো-সহ একাধিক ধারা মামলায় রুজু করাই নয়, অভিযুক্তকে চিহ্নিতও করে ফেলেন কালিম্পং সাইবার থানার আইসি রাজকুমার মালাকার। নাম, অশ্বিনী চতুর্বেদি। ছত্তীসগঢ়ের দুর্গ জেলার বাসিন্দা সে। ছত্তীসগঢ় থেকে অশ্বিনী গ্রেফতার করে আনেন রাজকুমার এবং তাঁর সহকর্মীরা। দ্রুত জমা পড়ে চার্জশিটও।তারপর বিচারে শাস্তি হল অভিযুক্তের।

 

spot_img

Related articles

রাজ্যে শীতল দিনের শুরু: কুয়াশায় দাপটের দোসর পারদ পতন

দক্ষিণ বঙ্গে শীতল দিনের সতর্কতা ছিলই। বুধবার সকাল থেকে সেই কথা হাড়ে হাড়ে টের পেল দক্ষিণবঙ্গের আট জেলা।...

প্রবল শীতেও জলাশয় ছাড়ছে না জলহস্তী! সঙ্গিনীর শোক নাকি অন্যকিছু, চিন্তায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ 

তাপমাত্রার পারদ নিম্নমুখী, শীতলতম দিন হিসেবে প্রায় রোজই নিজের রেকর্ড নিজেই ভেঙ্গে কাঁপছে কলকাতা। কিন্তু এনার কোনও হেলদোল...

শুনানি নিয়ে চাপ বাড়ালো নির্বাচন কমিশন, তারপরই মৃত্যু BLO সরকারি কর্মীর

নিজেদের টার্গেট পূরণ করতে চাপ বিএলও থেকে জেলা নির্বাচন আধিকারিকদের উপর। যতবার এভাবে রাজ্যের সরকারি কর্মী, বিএলও-র (BLO)...

নেতাই দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা মমতার, প্রণাম জানালেন অভিষেকও

নেতাই হত্যাকাণ্ড বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের কফিনে শেষ পরেকটা পুঁতে দিয়েছিল। গুলি চালিয়ে ৯ জন গ্রামবাসীকে হত্যার অভিযোগ উঠেছিল...