বুধবার ৬ ভাষায় লোকসভা ভোটের ইস্তেহার প্রকাশ তৃণমূলের

বাংলা, হিন্দি, ইংরিজি, উর্দু, নেপালি, অলচিকি ভাষায় তৃণমূলের ইস্তাহার প্রকাশ হবে বুধবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকের মাধ্যমে

আগামিকাল, বুধবার লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করতে চলেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। পাহাড় থেকে জঙ্গল, সকলের কথা মাথায় রেখে এবার ৬টি ভাষায় লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করতে চলেছে তৃণমূল। বাংলা, হিন্দি, ইংরিজি, উর্দু, নেপালি, অলচিকি ভাষায় তৃণমূলের ইস্তাহার প্রকাশ হবে বুধবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকের মাধ্যমে।

জানা গিয়েছে, দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শেই এই প্রথমবার অলচিকি ও নেপালির মত ভাষাতেও দলীয় ইস্তাহার প্রকাশ করতে চলেছে তৃণমূল। রাজ্যের একটি অংশে আদবাসী ও সাঁওতালি মানুষ রয়েছে। তাঁদের সম্মান দিয়েই প্রথমবার অলচিকিতে ইস্তাহার তৈরি করা হচ্ছে। আবার পাহাড়ের গোর্খা-সহ সেখানকার অন্যান্য মানুষজনের কথা মাথায় রেখেই ইস্তাহারে থাকছে নেপালি ভাষা।

সূত্রের খবর, বিগত ১২ বছরে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কী কী কাজ করেছেন সেই খতিয়ান তুলে ধরা হবে ইস্তেহারে। পাশাপাশি আগামিদিনে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সরকার কী কী কাজ করবে, থাকবে সেই তালিকা। নির্বাচনী ইস্তাহার প্রকাশের মাধ্যমে “দিদি গ্যারান্টি” তুলে ধরবে তৃণমূল।