Monday, January 12, 2026

লিগ-শিল্ড জিতে পরবর্তী লক্ষ্যের কথা জানিয়ে দিলেন বাগান অধিনায়ক

Date:

Share post:

গতকাল মুম্বই সিটি এফসিকে হারিয়ে লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। আর চ্যাম্পিয়ন হয়ে বাগান অধিনায়ক শুভাশিস বোস জানিয়ে দিলেন তাদের পরবর্তী লক্ষ্যের কথা। জানালেন, এই বছর বাংলার ফুটবলের সোনার সময়। চারটে ট্রফিই বাংলায় এসেছে। বাকি আর একটি ট্রফি। সেটা জেতাই লক্ষ্য আমাদের।

ম্যাচ শেষে শুভাশিস বলেন, “ এ মরশুমে আমরা ডুরান্ড কাপ জিতেছি। এবার লিগ-শিল্ড জিতলাম। ইস্টবেঙ্গল সুপার কাপ জিতেছে। মহামে়ডান জিতেছে আই লিগ। অর্থাৎ, বাংলাতে এবছর সব ট্রফিই এসেছে। গত আট-ন’মাস ধরে আমরা এই খেতাব পাওয়ার জন্য প্রচুর পরিশ্রম করেছি। সে জন্যই এই সাফল্য পেলাম। এখন আমাদের উপভোগ করার সময়। নক আউটে জেতার জন্যও আমরা উজ্জীবিত। পরের তিনটে ম্যাচে জিতে যদি আমরা কাপ জিততে পারি, তাহলে উজ্জীবিত না হওয়ার কোনও কারণ নেই। এই আনন্দ উদযাপন করে তরতাজা হয়ে আমরা আবার মাঠে ফিরব এবং ফাইনাল খেলব। যেখানে আমরা নিজেদের উজাড় করে দেব। আরও একটা খেতাব জিততে চাই আমরা।”

এদিকে মোহনবাগানের লিগ-শিল্ড জয়ে শামিল কলকাতা মেট্রো রেলও। মোহনবাগানের লিগ-শিল্ড জয়কে কাজে লাগিয়ে নতুন প্রচারে নেমেছে তারা। মঙ্গলবার মেট্রোর তরফে মোহনবাগান কোচ হাবাসের একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে হাবাস বলছেন, “ছেলেরা, চলো গঙ্গার নীচে মেট্রো চড়ি। ওটাও ভারতসেরা।” অর্থাৎ, আইএসএল জিতে মোহনবাগান যেরকম ভারতসেরা ক্লাব হয়েছে, তেমনই গঙ্গার নীচে মেট্রোও যেদেশে প্রথম এবং সবার থেকে সেরা, সেটাই উল্লেখ করা হয়েছে ওই পোস্টে।

আরও পড়ুন- রোহিতের পাশে দাঁড়িয়ে হার্দিককে এক হাত শামির

spot_img

Related articles

এক গ্রাম থেকেই ১১০০ মানুষকে SIR নোটিশ! পথ অবরোধ করে সুরাহা দাবি

এসআইআর হয়রানি যে বাংলার বৈধ ভোটারদের হয়রান করার জন্য, তার জ্বলন্ত উদাহরণ হয়ে উঠে এল পূর্ব বর্ধমানের কাটোয়ার...

৫ বছর পর পরিচালনায় ফিরছেন অগ্নিদেব চট্টোপাধ্যায়

ব্যক্তিগত সমস্যা, কোভিড, শারীরিক অসুস্থতা সবমিলিয়ে জেরবার ছিলেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় (Agnidev Chattopadhyay)। পরিচালনার পাঠ একপ্রকার চুকিয়েই দিয়েছিলেন...

ফের শিক্ষক নিয়োগে সুখবর: ২১ জানুয়ারির মধ্যেই একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ

ফের শিক্ষক নিয়োগে সুখবর। নির্বাচনের আগেই ২১ জানুয়ারির মধ্যেই একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ করবে স্কুল...

সোলানে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু নাবালকের, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু

হিমাচল প্রদেশের সোলানে ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive fire incident)! সোমবার ভোরে আর্কি এলাকার এক পুরোনো বাস স্ট্যান্ডে আগুন লেগে...