Thursday, November 13, 2025

বিজেপির গ্যারেন্টি ‘সাম্প্রদায়িক হিংসা’! জোট বেঁধে বদলে দিন: অসমে বার্তা মমতার

Date:

Share post:

বিজেপি ভাঁওতাবাজ। ওদের গ্যারেন্টি সাম্প্রদায়িক হিংসা। বিজেপি আটকাতে এবার জোট বাঁধুন। বদলে দিন। বুধবার, অসমের শিলচরে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার সভা থেকে মোদি সরকারকে ধুয়ে দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন, সভা থেকে তীব্র আক্রমণ করে মমতা বলেন, মোদি সরকার দেশ বেচে দিয়েছে। আবার যদি জেতে দেশের গণতন্ত্রকে বেচে দেবে। আর নির্বাচনও হবে না। এরপরেই বাংলার উদাহরণ তুলে তৃণমূল (TMC) সুপ্রিমো বলেন, আমরা যদি বিজেপিকে আটকাতে পারে, আপনারা কেন পারবেন না? বাংলা থেকে শিলচর কতদূর!

এদিন অসমের বিজেপি সরকারকেও নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, আদিবাসী ভাইবোনেরা কোনও বিচার পায় না। মণিপুর মহিলাদের উপর নির্মম অত্যাচারের প্রসঙ্গে তুলে মমতা বলেন, আজও মেয়েরা বিচার চেয়ে ঘুরে বেড়াচ্ছে। অসমে জোট বেঁধে লড়াইয়ের বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, শিলচরে বাঙালি হিন্দু-মুসলিম এক হলে ৭০ শতাংশ ভোট। অসমীয়ারা আছেন ৩০ শতাংশ। সুতরাং একজোট হলে বিজেপিকে হটিয়ে দেওয়া যাবে। এরপরেই মমতা প্রতিশ্রুতি দেন, “আমি কথা দিয়ে যাচ্ছি রাধেশ্যামবাবু ও আরও দুজন প্রার্থীকে জেতান, আগামী বিধানসভা নির্বাচনে সব আসনে প্রার্থী দেব”।

মোদি সরকারকে তীব্র আক্রমণ করে তৃণমূল সভানেত্রী বলেন, কেন্দ্রীয় সরকার জুমলাবাজ। কারও জন্য কিছু করবে এটা বিশ্বাস করবেন না। বাংলার মুখ্যমন্ত্রীর কথায়, ”আমরা যদি লড়তে পারি আপনাদের সাহস নেই কেন? বাংলা থেকে শিলচর, গুয়াহাটি কতদূর? এই তো শিলিগুড়ির বর্ডার!”

বাংলার সঙ্গে অসমের পুরনো সম্পর্কের কথা মনে করান মমতা। বলেন, ”অসমে বোরোদের গণ্ডগোল হয়েছিল। আমরা আলিপুরদুয়ারে নিয়ে গিয়েছিলাম। সেখানে আমরা শেল্টার দিয়েছিলাম”। আশ্বাস দিয়ে তৃণূল সুপ্রিমো বলেন, ”এখানে যদি অত্যাচার হয়, আপনাদের জন্য বাংলা আছে। আপনাদের পাশে। বাংলাকে আপনার ঘরবাড়ি ভাবতে পারেন। আপনার নিজের জায়গায় নিশ্চয়ই থাকবেন। আমরা আপনাদের ভালোবাসি। আমরা একখানা রুটি খেলে আধখানা রুটি দেওয়ার ক্ষমতা আছে।”

NRC-CAA থেকে শুরু করে ইউনিফর্ম সিভিল কোড দিয়ে মোদি সরকারকে তুলোধনা করেন মমতা। তাঁর কথায়, কোনও প্রতিশ্রুতি রাখেনি মোদি সরকার। ২ কোটি বেকারদের চাকরি দেবে বলেও, কেন্দ্র সরকারের ১০ লক্ষ পদ খালি পড়ে আছে, চাকরি দেয়নি। “টাকা নাই, বিজেপির বাক্সে ভোট নাই”।




spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...