Thursday, August 21, 2025

“জামানত জব্দ হওয়া প্রার্থী চাই না”! ডায়মন্ড হারবারে গণ ইস্তফার পথে বিজেপি নেতা-কর্মীরা

Date:

Share post:

অনেক টানাপোড়েন, ডামাডোলের পর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। শুরু থেকেই এই কেন্দ্রে ভোটে লড়ার জন্য আইনজীবী, অভিনেতা, প্রাক্তন আইপিএস থেকে ছাত্রনেতা,।অনেকের কাছে প্রস্তাব গিয়েছিল গেরুয়া শিবিরের তরফে, কিন্তু নিশ্চিত হারের আশঙ্কায় এই আসনে কেউ প্রার্থী হতে রাজি হননি। অবশেষে পুরোনো মুখেই ভরসা রেখেছে বিজেপি। দলের সাংগঠনিক নেতা অভিজিৎ দাস ওরফে ববিকে প্রার্থী করেছে পদ্ম শিবির।

এদিকে অভিজিৎ দাস ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হওয়ার পর পদ্ম শিবিরে শুরু হয়েছে নতুন ডামাডোল। দলের অন্দরে ক্রমশ তীব্রতর হচ্ছে অসন্তোষ। অবিলম্বে প্রার্থী পরিবর্তন না হলে গণ ইস্তফার প্রস্তুতি নিচ্ছে নেতা-কর্মীদের একাংশই। বুধবার ৬৮ জন বিভিন্ন পদাধিকারী প্রার্থী বদলের দাবিতে হাজির হয়েছিলেন কলকাতায় বিজেপির সদর দফতরে। তাঁদের দাবি, একাধিকবার ভোটে দাঁড়িয়ে জামানত জব্দ হয়েছে এই প্রার্থীর। তাই হয় তাঁকে বদল করতে হবে, না হলে নির্বাচনের কাজ থেকে অব্যাহতি দিতে হবে। একইসঙ্গে তাঁদের হুশিয়ারি, ডায়মন্ডহারবারে হাজার দু’য়েক কর্মী ইস্তফার প্রস্তুতি নিচ্ছেন।

সাতগাছিয়া ৩ নম্বর মণ্ডল সভাপতি মিন্টু জানা বলেন, আমরা বিজেপির সদর দফতরে ইস্তফাপত্র নিয়েই এসেছিলাম। রাজ্য সভাপতি না থাকায় তা জমা করা যায়নি। প্রার্থী না পাল্টালে আগামী দু’দিনের মধ্যে গন-ইস্তফা শুরু
হয়ে যাবে। দিল্লিতেও আমাদের দাবি জানাব। রাজ্য স্তরের
যে কোনও নেতা প্রার্থী হিসাবে চলবে, আমরা তাঁর হয়ে ভোটের ময়দানে লড়ব। কিন্তু জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীকে কোনওভাবে মেনে নেওয়া হবে না।

প্রসঙ্গত, এর আগে তিনবার ভোট দাঁড়িয়ে ছিলেন বিজেপির এই অভিজিৎ দাস। প্রতিবারই হার সঙ্গী হয়েছে তাঁর। এবার ফের তাঁকে প্রার্থী করায় ডায়মন্ড হারবারে বিজেপির একটি বড় অংশের নেতা কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে।





 

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...