Wednesday, November 5, 2025

ভোট শুরু হতেই বিজেপির ‘গুণ্ডাগিরি’! কোচবিহার থেকে কমিশনে রেকর্ড অভিযোগ

Date:

Share post:

শুক্রবার সারা দেশের পাশাপাশি বাংলার ৩ কেন্দ্রে শুরু হয়েছে ভোটাভুটি। এদিন তীব্র গরমকে উপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগ করতে সকাল থেকেই উত্তরবঙ্গের (North Bengal) একাধিক কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে। তবে এদিন বেলা যত গড়িয়েছে বিজেপির (BJP) গুণ্ডাগিরিতে রীতিমতো অশান্ত হয়ে উঠেছে উত্তরবঙ্গের একাধিক প্রান্ত। একদিকে যেমন তৃণমূল কর্মীদের (TMC) মারধর ও মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছে, তেমনই গায়ের জোরে ভোটারদের রীতিমতো ভয় দেখিয়ে বুথ জ্যামের মতো অভিযোগও সামনে এসেছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত নির্বাচন কমিশনে মোট ৩৮৩ অভিযোগ (Complaints) জমা পড়েছে বলে খবর। ইতিমধ্যে সমস্ত অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কমিশনের (Election commission)।

নির্বাচন কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে কোচবিহার থেকে। ইতিমধ্যে উত্তরবঙ্গের ওই জেলা থেকেই কমিশনের কাছে ১৭২ অভিযোগ জমা পড়েছে বলে খবর। বৃহস্পতিবার রাত থেকেই সেখানে গেরুয়া বাহিনীর গুণ্ডাগিরিতে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহার। বৃহস্পতিবার রাত পেরিয়ে সকাল গড়িয়ে ভোটাভুটি শুরু হতেই সকাল থেকে একাধিক বুথে রীতিমতো ‘দাদাগিরি’ বিজেপি কর্মী, সমর্থকদের। যদিও প্রথম থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনোরকম অশান্তির খবর এলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেবে দল। রেয়াত করা হবে না কাউকেই। যদিও এদিন অশান্ত কোচবিহারে সকাল থেকেই রাস্তায় নেমে একাধিক জায়গা ঘুরে ঘুরে অশান্তির আঁচ প্রশমনের চেষ্টায় তৃণমূল নেতা, কর্মীরা। পাশাপাশি নির্বাচন কমিশন সূত্রে খবর, এদিন আলিপুরদুয়ার থেকে ১৩৫ অভিযোগ এবং জলপাইগুড়ি থেকে এসেছে ৭৬টি অভিযোগ জমা পড়েছে। তবে এদিন লোকসভা নির্বাচন শুরুর কিছুক্ষণের মধ্যেই দুপুর ১টা পর্যন্ত মোট ৩৮৩টি অভিযোগ জমা পড়ার ঘটনা রীতিমতো রেকর্ড বলে। এছাড়াও আলিপুরদুয়ারের সোনারপুর বি এফ পি স্কুলে বুথ জ্যাম, ভোটারদের ভয় দেখানোর পাশাপাশি জোর করে তৃণমূল কর্মীদের মেরে মাথা ফাটানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অন্যদিকে, শীতলকুচির ময়নাতলিতে দুজনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে গেরুয়া বাহিনীর বিরুদ্ধে। সামনে এসেছে এজেন্টদের বুথে না বসতে দেওয়ার অভিযোগও।

অন্যদিকে, কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার বেলা ১টা পর্যন্ত, কোচবিহারে ভোট পড়েছে ৫০.৬৯শতাংশ, আলিপুরদুয়ারে ভোট পড়েছে ৫১.৫৮ শতাংশ এবং জলপাইগুড়িতে ভোট পড়েছে ৫০.৬৫ শতাংশ। ইতিমধ্যে কোচবিহার নিয়ে জানতে চেয়ে সিইও-র দফতরে ফোন দিল্লির নির্বাচন কমিশনের। তবে কমিশন জানিয়েছে, এদিন রাজনৈতিক দলগুলি মোট ২৮টি অভিযোগ জানিয়েছে। যার মধ্যে তৃণমূল ৯, বিজেপি ৯ এবং সিপিএম ১টি অভিযোগ জমা করেছে।

 

 

 

 

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...