লোকসভা নির্বাচন চলাকালীন চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশ (Madhyamik Examination Result) করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। সুপ্রিম কোর্টের (SC) নির্দেশ অনুযায়ী পরীক্ষার তিন মাসের মধ্যে ফলপ্রকাশ করতে হয় পর্ষদকে। আগামী ১২ মে সেই সময়সীমা শেষ হচ্ছে । সূত্রের খবর, তার আগেই মে মাসের প্রথম সপ্তাহেই মাধ্যমিকের ফল প্রকাশিত হতে চলেছে।

এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৯ লক্ষ ২৩ হাজার। ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলেছিল। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় (Ramanuj Gangopadhyay) জানিয়েছেন ফলপ্রকাশের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মে মাসের প্রথম সপ্তাহে ঠিক কোন দিনে মাধ্যমিকের ফল প্রকাশিত হবে তা আগামী সপ্তাহের মধ্যে জানিয়ে দেওয়া হতে পারে। এর পাশাপাশি উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করতে ও প্রস্তুত রয়েছে শিক্ষা সংসদ। সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjib Bhattacharya) জানিয়েছেন চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নম্বর জমা পড়ে গিয়েছে। অনলাইনে নম্বর জমা হওয়ার কারণে যখন সরকারি অনুমতি মিলবে তখনই ফলপ্রকাশ করা যাবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা দফতর।
