পাকিস্তানে চিনাদের পরে জাপানিরা আক্রান্ত, নিকেশ ২ জঙ্গি

সকালে করাচিতে একটি গাড়িতে করে যাচ্ছিলেন জাপানের পাঁচ নাগরিক। তখনই আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে জঙ্গিরা

ফের বিদেশি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা পাকিস্তানে। চিনের পর এবার জাপানের নাগরিকদের নিশানা করল জঙ্গিরা। শুক্রবার সকালে জাপানি নাগরিকদের গাড়িতে হামলা চালায়। তবে জাপানি নাগরিকরা সুরক্ষিত রয়েছেন। পুলিশের পাল্টা গুলিতে দুই জঙ্গি নিকেশ হয়েছে।

এদিন সকালে করাচিতে একটি গাড়িতে করে যাচ্ছিলেন জাপানের পাঁচ নাগরিক। তখনই আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে জঙ্গিরা। তবে সঠিক সময়মতো বিস্ফোরণ না ঘটার জন্য প্রাণে বেঁচে গিয়েছেন জাপানের নাগরিকরা। দুই জঙ্গিকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। গুলির লড়াইয়ে আহত হন দুই পথচারী। খতম হয় ২ জঙ্গি। জাপানিদের এক নিরাপত্তারক্ষীও জখম হয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে গাড়িতে থাকা ৫ জন জাপানি নাগরিক সুরক্ষিত রয়েছেন। তাঁদের নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। দিন কয়েক আগেই কনভয়ে বিস্ফোরণের জেরে পাঁচ চিনা নাগরিকের মৃত্যু হয় পাকিস্তানে।