Friday, August 22, 2025

ডাউন ব্যান্ডেল লোকালে আগুন আতঙ্ক! বিঘ্নিত পরিষেবা, কাজে বেরিয়ে বিপাকে নিত্যযাত্রীরা

Date:

Share post:

ডাউন ব্যান্ডেল (Bandel) লোকালে আচমকাই আগুন আতঙ্ক! শনিবার সকালে আচমকা এমন দূর্ঘটনার জেরে চুঁচুড়া স্টেশনে নেমে পড়েন যাত্রীরা। কিছু সময় সেখানে দাঁড়িয়ে থাকার পর শেষমেশ ট্রেনটিকে (Train) ফের ব্যান্ডেল স্টেশনে ফিরিয়ে আনা হয়। পূর্ব রেল সূত্রে খবর, ডাউন ব্যান্ডেল হাওড়া লোকাল (Bandel Howrah Local) ব্যান্ডেল স্টেশন ছাড়ে সকাল ৮.২৮ মিনিটে। ট্রেনটি চুঁচুড়ার দু’নম্বর প্ল্যাটফর্মে ঢোকে ৮.৩৪ মিনিটে। এরপরই ট্রেনের চালক দেখতে পান ট্রেনের তলা থেকে ধোঁয়া বেরোচ্ছে। এরপরই ট্রেন দাঁড় করিয়ে দেন তিনি। পাশাপাশি বিষয়টি নজরে আসতেই যাত্রীরা নেমে পড়েন অনেকেই। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ট্রেনটিকে ব্যান্ডেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

পরে চুঁচুড়া থেকে যাত্রীরা অন্য ট্রেন ধরে গন্তব্যে রওনা দেন। যদিও ব্রেক বাইন্ডিং এর ফলে ধোঁয়া বেরোয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই প্রসঙ্গে পূর্ব রেলের তরফে জানানো হয় সমস্যা হয়েছিল। কিছু সময়ের মধ্যেই তা ঠিক করা হয়। তবে সামান্য সময়ের জন্য ব্যাহত হয় ট্রেন চলাচল। পাশাপাশি যাত্রীদের অভিযোগ, ব্যান্ডেলে এদিন সকালের ৮টা ২৮-এর ট্রেনে আচমকাই আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরই ট্রেনের যাত্রীদের মধ্যে হইচই পড়ে যায়। ট্রেন ১৫ মিনিট মতো আটকে থাকার পর সেটিকে ব্যান্ডেল স্টেশনে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।


spot_img

Related articles

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...