Tuesday, January 13, 2026

ইটাহারের রাস্তায় বিপ্লব মিত্রের সমর্থনে অভিষেকের রোড শো-এ জনসুনামি

Date:

Share post:

শনিবারের তাপমাত্রার উত্তাপকেও হারিয়ে দিল ইটাহারে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) রোড শো। এদিন বালুরঘাটের দলীয় প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে সরাইদিঘি মোড় থেকে পাইকপাড়া মোড় পর্যন্ত রোড শো করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর প্রতিবাদের মতো এবার জনসুনামিতে ভাসল ইটাহারের রাস্তা। প্রার্থী বিপ্লব মিত্র, মন্ত্রী ব্রাত্য বসুকে সঙ্গে নিয়ে হুড খোলা ট্যাবলোতে ব়্যালি করেন অভিষেক। যতই রোড শো এগিয়েছে ততই বেড়েছে ভিড়।

বালুরঘাটের সরাইদিঘি মোড় থেকে পাইকপাড়া মোড় পর্যন্ত রাস্তা এদিন বেলার দিক থেকেই কার্যত তৃণমূলের দখলে চলে যায়। দলের নেতা-কর্মী-সমর্থকদের পাশাপাশি উপস্থিত বিপুল সংখ্যক স্থানীয় মানুষ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে দেখতে রাস্তার দুধারে উপচে পড়ে উৎসাহী মানুষের ভিড়। হাত নেড়ে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদককে স্বাগত-অভিনন্দন জানায় উপস্থিত জনতা। অভিষেক প্রত্যুত্তর দেন। হুড খোলা ট্যাবলোর উপর দাঁড়িয়ে গোলাপের পাঁপড়ি উড়িয়ে দেন উপস্থিত জনতার উদ্দেশ্যে। উদ্বেল হয়ে ওঠে জনতা। কার্যত জনসুনামির আকার নেয় ঘাটালের রাস্তা। জনজোয়ারে ভেসেই প্রায় ব়্যালি করেন অভিষেক। তৃণমূলের প্রতীক, ব্যানার, বেলুনে বর্ণাঢ্য রোড-শো-এ উচ্ছ্বিসত তৃণমূলের কর্মী-সর্মথকরা।

নিজের লোকসভা কেন্দ্রের বাইরেও সমানে প্রচার করছেন সঙ্গে চলছে সাংগঠনিক বৈঠক। উত্তর থেকে দক্ষিণ সাংগঠনিক বৈঠক করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এর পাশাপাশি চলছে তৃণমূলের কর্মী-সমর্থকদের সমর্থনে প্রাচর সভা- রোড শো। প্রতিটি রোড-শো-তেই জনজোয়ার। অনুমানের থেকে বেশিই জনসমাগম হচ্ছে। শুধু তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরাই নন, অভিষেককে এক ঝলক দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রাও। রোড শো-এর পরে দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে অভিষেক কী বার্তা দেন- সেদিকেই তাকিয়ে সবাই।




spot_img

Related articles

গঙ্গাসাগরে জনসমুদ্র! মাহেন্দ্রক্ষণের আগেই সাগরে ৬০ লক্ষের পুণ্যস্নান 

গঙ্গাসাগরে পুণ্যস্নানের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশের নানা রাজ্য থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমিয়েছেন। মাহেন্দ্রক্ষণের আগেই...

আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত কে করবে: সুপ্রিম কোর্ট দ্বিধাবিভক্ত

সরকারি আধিকারিকদের জন্য দুর্নীতি বিরোধী আইনের ধারার বৈধতা নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারল না দেশের শীর্ষ আদালত। দেশের একজন...

SIR-এর কাজের চাপেই মৃত্যু বিএলও-র! নির্বাচন কমিশনের ভূমিকা ঘিরে ক্ষোভ

গুরুতর অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। হাসপাতালে ভর্তি থাকার পর মঙ্গলবার এল সেই দুঃসংবাদ। মৃত্যু হল জলপাইগুড়ির...

ভারতের ‘জমির’ উপর দিয়ে চিনের রাস্তাঘাট: PoK হাতছাড়া, স্বীকার বিদেশ মন্ত্রকের

গোটা বিশ্বে যখন রাশিয়া-চিন জোটের দিকে না, আমেরিকার দিকে শক্তির পাল্লা ভারি, তা নিয়ে লড়াই চলছে, তখন আরও...