Sunday, January 11, 2026

‘মোদি বাবুরা’ কী করেছেন জবাব দিন: প্রশ্ন মমতার, নিশানা লোগোর রং বদলকে

Date:

Share post:

বালুরঘাটে দলীয় প্রার্থী বিপ্লব মিত্রর সমর্থনে প্রচার সভা থেকে উন্নয়ন নিয়ে মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। রবিবার দুপুরে ভিড়ে ঠাসা প্রচারমঞ্চ থেকে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান দেন বাংলার মুখ্যমন্ত্রী। তারপরেই বলেন, এটা কেন্দ্রের ভোট, রাজ্যের নয়। ‘মোদি বাবুরা’ কী করেছেন তাঁর জবাব দিন। একই সঙ্গে, দূরদর্শনের লোগোর গৈরিকীকরণ নিয়ে বিধিভঙ্গের অভিযোগ করেন মমতা।

এদিন, সভায় রাজ্য সরকারের কী কী কাজ হয়েছে তার খতিয়ান দেন মুখ্যমন্ত্রী। এরপরেই বলেন, এটা বংলার নির্বাচন নয়। দিল্লির নির্বাচন। তাই জবাব ‘মোদি বাবু’কে দিতে হবে। মমতার কথায়, ‘‘জবাব চাই জবাব দাও। যখন পশ্চিমবঙ্গের নির্বাচন আসে, হাজার বার কৈফিয়ত দেব। জবাব দাও গদ্দাররা।’’ মমতা প্রশ্ন তোলেন, ‘‘একটা কাজ করেছ? কী করেছ? আবাস যোজনা, ১০০ দিনের কাজের টাকা বন্ধ করেছ। সারা দেশ বিক্রি করেছ। ইতিহাস, ভুগোল বিক্রি করেছ। সময় থাকলে বিস্তারিত বলতে পারতাম।’’

দূরদর্শনের লোগোর রং বদল নিয়েও বিজেপি (BJP) সরকারকে নিশানা করেন তৃণমূল সভানেত্রী। বলেন, ‘‘দূরদর্শন দেখেছেন? মন কি বাত, তিনি নিজেই বলেন। নিজেই শোনেন। কাউকে বলতে দেন না। আজ পর্যন্ত প্রেস মিট করতে দেখিনি ওঁকে। নিজেরাই সাজিয়ে গুছিয়ে সমাজমাধ্যমে বসিয়ে দাও।’’ প্রশ্ন তোলেন, ‘‘দূরদর্শনের রং গেরুয়া হচ্ছে কী ভাবে? রেল স্টেশনের রং কী ভাবে হচ্ছে? আমাদের গর্ব সেনাবাহিনীর বাড়ির রং গেরুয়া হচ্ছে। যাঁরা সাধু হচ্ছেন, তাঁদের অপমান নয়? কাশীতে পুলিশকেও গেরুয়া পরিয়েছেন। কবে বলবে দেখবেন, সকালে গেরুয়া শরবত খেতে হবে। কে কী পরবেন, রং পছন্দ করবেন নিজের বিষয়।’’

এদিন সভামঞ্চ থেকে মমতা ফের জানিয়ে দেন, রাজ্যে এনআরসি হতে দেবেন না। তাঁর কথায়, ‘‘ওরা বলে, আমি NRC করতে না দেওয়ার কে? কোন হরিদাসপাল! আমি বলেছি করতে দেব না। অসমে করেছিল। সেখানে প্রতিবাদ করেছিল একমাত্র তৃণমূল।’’

বাংলার বঞ্চনা নিয়ে সরল হন তৃণমূল (TMC) সুপ্রিমো। বলেন, ‘‘সব থেকে বড় ডাকাত বিজেপি। বলে আমরা আবাস করতে দিইনি। ৪২ লক্ষ আবাস করেছি। সত্যি হলে কানমুলে ক্ষমা চাইবেন। সত্যি না হলে মিথ্যে বলবেন। সব পঞ্চায়েত আমাদের নয়। তা সত্ত্বেও সব দেখে ৪২ লক্ষ বাড়ি আগে করেছিয় আরও ১১ লক্ষ বাড়ি করব। কেন্দ্র এই টাকা একা দেয় না। মাছের তেলে মাছ ভাজে।’’

spot_img

Related articles

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...

পদ্ধতির ভুল তুলে ধরে অব্যহতি চেয়েছিলেন AERO, উল্টে শাস্তি দেওয়ার হুমকি কমিশনের!

গোটা রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন প্রায় প্রতিদিন মৃত্যু হচ্ছে বিএলওদের। অথবা অসুস্থ হয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাঁদের...

‘হামলার’ প্রতিবাদে পথে শুভেন্দু: ‘জয় বাংলা’ স্লোগানে চিত্ত চাঞ্চল্য, কটাক্ষ তৃণমূলের

চন্দ্রকোনায় শনিবার রাতে এক নাটকীয় চিত্রনাট্য রচনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ইস্যুকে হাতিয়ার করে কলকাতা শহরে...

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...