Sunday, January 11, 2026

বিজেপিকে ভোট দিতে চাপ দিচ্ছে BSF: তীব্র প্রতিবাদ মমতার, অভিযোগ জানাবে তৃণমূল

Date:

Share post:

বিজেপিকে ভোট দিতে সীমান্তবর্তী গ্রামের মানুষকে চাপ দিচ্ছে বিএসএফ। রবিবার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে দ্বিতীয় প্রচারসভা থেকে বিস্ফোরক অভিযোগ করলেন দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে পুলিশে দায়ের হওয়া একটি অভিযোগ পত্র পড়ে শোনান তিনি। মমতা বলেন, বিজেপিকে ভোট দিতে বলাই শুধু নয়, কথা অমান্য করলে গুলিও চালাচ্ছেন সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা। এ বিষয়ে তৃণমূলের তরফ থেকে কমিশনে অভিযোগ দায়ের করা হবে বলেও জানান তৃণমূল সুপ্রিমো।

মমতা জানান, এর আগেও হিলি সীমান্তে, বালুরঘাটে, মালদহে গুলি চালিয়েছে বিএসএফ। নিজেদের কাজে তারা দক্ষ নয় বলে অভিযোগ তুলে তৃণমূল সুপ্রিমো বলেন, এখন বিজেপির হয়ে কাজ করছেন বিএসএফ জওয়ানরা। গ্রামের মানুষকে পদ্মফুলে ছাপ দিতে চাপ দিচ্ছে। না শুনলে গুলি চালানো হচ্ছে বলেও অভিযোগ। এই বিষয়ে দায়ের হওয়া একটি অভিযোগ পত্র পড়ে শোনান তৃণমূল সভানেত্রী। আফতাব উদ্দিন মিঁয়া সেই অভিযোগটি করেছেন বলে জানান মমতা। সেখানে লেখা রয়েছে, গ্রামের মানুষ যখন মাঠে কাজ করছিলেন সেই সময় নিজেদের ক্যাম্প থেকে বেরিয়ে তাঁদের ডাকেন বিএসএফ জওয়ানরা। তাঁরা গেলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য তাঁদের উপর চাপ সৃষ্টি করা হয়। এই ঘটনার প্রতিবাদ করলে নির্বিচারে মারধর করেন বিএসএফ জওয়ানরা- অভিযোগ তৃণমূল নেত্রীর। গুলিও চলে। এ বিষয়ে থানায় এফআইআর দায়ের হয়েছে। সেই চিঠি প্রার্থী বিপ্লব মিত্রের হাতে তুলে দেন তৃণমূল সুপ্রিমো। তাঁকে এবং রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুকে মমতার নির্দেশ দেন, এই চিঠির কপি তৃণমূল ভবনে পাঠাতে এবং নির্বাচন কমিশনে এ বিষয়ে অভিযোগ দায়ের করতে।

এর পরেই বিএসএফের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন মমতা। তাঁর কথায়, সীমান্ত দিয়ে গরু পাচার রুখতে পারে না বিএসএফ। এমনকী তারা ভাগ নেয় বলেও অভিযোগ। বিভিন্ন মাদক পাচারও রুখতে ব্যর্থ সীমান্ত রক্ষী বাহিনী- অভিযোগ তৃণমূল সুপ্রিমোর। এখন তারা বিজেপির হয়ে কাজ করছে- সভামঞ্চ থেকে সুর চড়ান মমতা। তাঁর কথায়, এভাবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের কোন রাজনৈতিক দলকে ভোট দেওয়ার জন্য চাপ দিতে আগে দেখা যায়নি।

spot_img

Related articles

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...