Tuesday, August 26, 2025

আজ রায়গঞ্জে জোড়া সভা মমতার, মেদিনীপুর-ঘাটালে দলীয় বৈঠকে অভিষেক

Date:

Share post:

দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে রেকর্ড গরম বাংলায়। আর সেই দাবদাহকে উপেক্ষা করেই সোমবারও উত্তরবঙ্গে প্রচার সারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রায়গঞ্জ (Raigaunge ) লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর (Krishnya Kalyani) হয়ে জোড়া সভা করবেন তৃণমূল সুপ্রিমো। এদিন করণদিঘি ও চাকুলিয়ায় জনসভা করবেন মমতা। এদিন দুপুর ১টায় চাকুলিয়ার গিরশি আই এম সিনিয়র মাদ্রাসা মাঠ এবং দুপুর ২ টো নাগাদ করণদিঘীর কৃষি মাণ্ডি মাঠে সভা করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

অন্যদিকে, সোমবার দুপুরে মেদিনীপুর ও ঘাটাল লোকসভা কেন্দ্রের নেতাদের সঙ্গে ঘরোয়া বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । খড়্গপুরের গ্রিনল্যান্ড হোটেলে বেলা ১টায় এই বৈঠক শুরু হবে। বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে প্রার্থী দেব ও জুন মালিয়াকে। মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে সরিয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা প্রার্থী করা হয়েছে। তাই এই কেন্দ্রে বিজেপির অগ্নিমিত্রা পালের সঙ্গে লড়াই জুনের। আর ঘাটালে তৃণমূলের দু’বারের সাংসদ দেবের সঙ্গে লড়াই বিজেপির হিরণ চট্টোপাধ্যায়ের। তবে এদিন মমতা, অভিষেকের কর্মসূচি ঘিরে কর্মী, সমর্থকদের উদ্দীপনা চোখে পড়ার মতো‌।

তবে এদিন জনসভা করার পরই বীরভূম যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রের জন্য দুটি সভা করবেন মমতা। ২৩ শে এপ্রিল তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে বীরভূম লোকসভা কেন্দ্রে নির্বাচনী জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ শে এপ্রিল বোলপুর লোকসভা কেন্দ্রের অধীনে আউশগ্রামে সভা করবেন মমতা। সভা করবেন বর্ধমান – দুর্গাপুর লোকসভা কেন্দ্রেও। তাৎপর্যপূর্ণ এই লোকসভা কেন্দ্র থেকেই এবারে বিজেপির প্রার্থী বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...